Ajker Patrika

নেপালকে জিততে দিল না বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
নেপালকে জিততে দিল না বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দলের ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। নেপালের দশরথ স্টেডিয়ামে দুই দলের জমাট রক্ষণে এ ম্যাচে কেউ কারও জাল খুঁজে পায়নি।  

তিন দিন আগে গত বৃহস্পতিবার এই দশরথ স্টেডিয়ামেই স্বাগতিকদের কাছে রক্ষণের দুই ভুলে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচের আগে রক্ষণে নিজেদের এই ভুল-ত্রুটি শুধরে নেওয়ার ব্যাপারে বেশ সাবধানী ছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাঠেও প্রতিপক্ষের আক্রমণভাগকে প্রথমার্ধে খুব বেশি সুযোগ বের করতে দেয়নি বাংলাদেশের রক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নেপালি ফুটবলারদের দূরপাল্লার শটে গোলরক্ষক রুপনা চাকমা একাধিকবার সমস্যায় পড়লেও গোল পেতে দেননি প্রতিপক্ষকে। 

আক্রমণ নিয়ে স্বাগতিকদের পক্ষ থেকে চাপ বেশি থাকলেও সুযোগ এসেছিল বাংলাদেশের দুয়ারেও। যদিও নিজেদের বোঝাপড়ার অভাবটাই গোল পেতে দেয়নি সাবিনা-কৃষ্ণাদের। ৩০ মিনিটে ডান পাশের কর্নারের কাছ থেকে নেওয়া কৃষ্ণারাণী সরকারের বাঁকানো শট মাঠের বাইরে গেছে গোল বারে লেগে। 

কোনো পক্ষই গোল না পাওয়ায় প্রথমার্ধ ছিল তাই গোলশূন্য। পরের ৪৫ মিনিটেও কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ-নেপালের ফুটবলাররা। আক্রমণে নেপালিদের প্রাধান্য থাকলেও স্বাগতিক ফরোয়ার্ডদের ডি-বক্সের ভেতরে জায়গা নিয়ে খেলার সুযোগ দেয়নি বাংলাদেশের রক্ষণভাগ। তাতে অটুট ছিল বাংলাদেশের জাল। 

পরশু এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাবেন সাবিনা খাতুনরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত