নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল শেষ। শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। শিরোপা জেতার খুশির খবরটা নিজেদের মা-বাবাকে জানাতে তখন উদ্গ্রীব হয়ে আছে শিরোপাজয়ী রংপুরের মেয়েরা। কেবল একজন ব্যতিক্রম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার খবরটা মা-বাবাকে জানানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই নাসরিন বেগমের। যা আছে তা হলো মনে জমে থাকা বেদনা আর একরাশ যন্ত্রণা।
নাসরিনের বয়স তখন ১০ কি ১২। অল্প বয়সে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো নাসরিনকে। সংসারে ছাড়াছাড়ি হয়ে গেল মা-বাবার। ছাড়াছাড়ির পর নিজেদের সংসারও গুছিয়ে নিয়েছেন তাঁরা। আর নাসরিনের ঠাঁই হলো মামাদের সংসারে, নানির ছায়ায়। মা নাজনূর বেগম ও বাবা আলাউদ্দিন ইসলাম দীর্ঘ সময় দূরেই রইলেন মেয়ের কাছ থেকে। পিতা-মাতার অভাবটা নাসরিন ভুলে থাকতে চাইলেন ফুটবলে।
গত বঙ্গমাতা গোল্ডকাপেও শিরোপা জিতেছিল রংপুর। নাসরিন সেবারও হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেরা খেলোয়াড় হওয়ায় গণমাধ্যমে ভালো একটা প্রচার পেয়েছিলেন নাসরিন। আর সেবারই দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে অল্প অল্প করে যোগাযোগ শুরু করেন বাবা আলাউদ্দিন ইসলাম। মায়ের সঙ্গে সম্পর্কটাও গাঢ় হতে শুরু করে তখনই। এবারের গোল্ডকাপে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাসরিন। তাঁর বিশ্বাস, এবার ফিরে পাবেন হারানো ভালোবাসাও। বললেন, ‘কখনোই মা-বাবার ভালোবাসা সেভাবে পাইনি। অনেক ঝামেলার কারণে তাঁদের সঙ্গে যোগাযোগও হয় না। আজ যদি তাঁরা আমার পাশে থাকতেন, হয়তো অন্যরকম একটা ভালোলাগা থাকত। গতবার আমরা যখন চ্যাম্পিয়ন হই, তখন থেকে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এবারও যেহেতু আমরা সেরা আর আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি, হয়তো আরও ভালোবাসা পেতে পারি।’
রংপুরের সদ্যপুস্করিণীতে নানির কাছে বড় হয়ে ওঠা নাসরিনের। মামার সংসারে থাকলেও সবার সমর্থনটা ভালোই পাচ্ছেন। বাড়ির কাছে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব। ক্লাবটির হয়ে খেলেছেন নারী ফুটবল লিগেও। ২০১৯ সালে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফ দলেও। কিন্তু ভুটানে যাওয়ার ঠিক তিন দিন আগে লিগামেন্ট ছিঁড়ে ফুটবল ক্যারিয়ার শেষ হতে বসেছিল এই কিশোরী ফুটবলারের। রংপুরে পুলিশের তৎকালীন এসপি বিপ্লব কুমার সরকার তুলে নেন নাসরিনের চিকিৎসার ভার। দেড় বছর আগে বড় ধরনের অস্ত্রোপচারের পর আবারও ফুটবলে ফিরে টানা দুই বছর হয়েছেন বঙ্গমাতা গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা।
নাসরিনের এবারের স্বপ্ন জাতীয় দলে খেলার। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় স্পেনে যাওয়ার সুযোগ তাঁর সামনে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন নাসরিন, স্বপ্ন বাইরের দেশের ক্লাবে খেলার। বললেন, ‘ইউরোপের তুলনায় বাংলাদেশের মেয়েরা হয়তো পিছিয়ে আছে। আমি চাই জাতীয় দলকে একদিন নেতৃত্ব দিতে। চাই বাইরের ক্লাবে খেলতে।’
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল শেষ। শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। শিরোপা জেতার খুশির খবরটা নিজেদের মা-বাবাকে জানাতে তখন উদ্গ্রীব হয়ে আছে শিরোপাজয়ী রংপুরের মেয়েরা। কেবল একজন ব্যতিক্রম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার খবরটা মা-বাবাকে জানানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই নাসরিন বেগমের। যা আছে তা হলো মনে জমে থাকা বেদনা আর একরাশ যন্ত্রণা।
নাসরিনের বয়স তখন ১০ কি ১২। অল্প বয়সে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো নাসরিনকে। সংসারে ছাড়াছাড়ি হয়ে গেল মা-বাবার। ছাড়াছাড়ির পর নিজেদের সংসারও গুছিয়ে নিয়েছেন তাঁরা। আর নাসরিনের ঠাঁই হলো মামাদের সংসারে, নানির ছায়ায়। মা নাজনূর বেগম ও বাবা আলাউদ্দিন ইসলাম দীর্ঘ সময় দূরেই রইলেন মেয়ের কাছ থেকে। পিতা-মাতার অভাবটা নাসরিন ভুলে থাকতে চাইলেন ফুটবলে।
গত বঙ্গমাতা গোল্ডকাপেও শিরোপা জিতেছিল রংপুর। নাসরিন সেবারও হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেরা খেলোয়াড় হওয়ায় গণমাধ্যমে ভালো একটা প্রচার পেয়েছিলেন নাসরিন। আর সেবারই দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে অল্প অল্প করে যোগাযোগ শুরু করেন বাবা আলাউদ্দিন ইসলাম। মায়ের সঙ্গে সম্পর্কটাও গাঢ় হতে শুরু করে তখনই। এবারের গোল্ডকাপে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাসরিন। তাঁর বিশ্বাস, এবার ফিরে পাবেন হারানো ভালোবাসাও। বললেন, ‘কখনোই মা-বাবার ভালোবাসা সেভাবে পাইনি। অনেক ঝামেলার কারণে তাঁদের সঙ্গে যোগাযোগও হয় না। আজ যদি তাঁরা আমার পাশে থাকতেন, হয়তো অন্যরকম একটা ভালোলাগা থাকত। গতবার আমরা যখন চ্যাম্পিয়ন হই, তখন থেকে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এবারও যেহেতু আমরা সেরা আর আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি, হয়তো আরও ভালোবাসা পেতে পারি।’
রংপুরের সদ্যপুস্করিণীতে নানির কাছে বড় হয়ে ওঠা নাসরিনের। মামার সংসারে থাকলেও সবার সমর্থনটা ভালোই পাচ্ছেন। বাড়ির কাছে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব। ক্লাবটির হয়ে খেলেছেন নারী ফুটবল লিগেও। ২০১৯ সালে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফ দলেও। কিন্তু ভুটানে যাওয়ার ঠিক তিন দিন আগে লিগামেন্ট ছিঁড়ে ফুটবল ক্যারিয়ার শেষ হতে বসেছিল এই কিশোরী ফুটবলারের। রংপুরে পুলিশের তৎকালীন এসপি বিপ্লব কুমার সরকার তুলে নেন নাসরিনের চিকিৎসার ভার। দেড় বছর আগে বড় ধরনের অস্ত্রোপচারের পর আবারও ফুটবলে ফিরে টানা দুই বছর হয়েছেন বঙ্গমাতা গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা।
নাসরিনের এবারের স্বপ্ন জাতীয় দলে খেলার। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় স্পেনে যাওয়ার সুযোগ তাঁর সামনে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন নাসরিন, স্বপ্ন বাইরের দেশের ক্লাবে খেলার। বললেন, ‘ইউরোপের তুলনায় বাংলাদেশের মেয়েরা হয়তো পিছিয়ে আছে। আমি চাই জাতীয় দলকে একদিন নেতৃত্ব দিতে। চাই বাইরের ক্লাবে খেলতে।’
ব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।
১ ঘণ্টা আগেসাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা...
২ ঘণ্টা আগেখেলোয়াড়দের দুঃসময়ে পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা খুবই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে বাবা-মা থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা, আত্মীয়স্বজন সবাই সেই খেলোয়াড়ের পাশে দাঁড়ান। বাবর আজমের বাবাও করেছেন এমন কিছু। তবে বাবরের বাবার কাজটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের...
২ ঘণ্টা আগেদুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট চলছে পুরোপুরি ভিন্নভাবে। পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থতার গল্প লিখে চলেছে। অন্যদিকে ভারত খেলছে দাপট দেখিয়ে। দুই দলের ক্রিকেটের মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে, সেটা মোহাম্মদ হাফিজ বোঝাতে চেয়েছেন...
৩ ঘণ্টা আগে