নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়েন্ট টেবিল অনুযায়ী আগের ম্যাচেই লিগ নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। তবু আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা পয়েন্টের দরকার ছিল। ১ নয়, বসুন্ধরা পুরো ৩ পয়েন্টই নিয়েছে। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলের বন্যায় ভাসিয়ে জিতেছে নারী লিগের টানা দ্বিতীয় শিরোপা।
লিগে এখনো একটি করে ম্যাচ বাকি আছে প্রতি দলের। সোমবার নাসরিন স্পোর্টসের বিপক্ষে সেই ম্যাচ বসুন্ধরার জন্য শুধুই আনুষ্ঠানিকতা। ১৩ ম্যাচের সবগুলো জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে কিংসের মেয়েরা। ৩৯ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসির পয়েন্ট ৩৩।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ একাই ৫ গোল করেছেন বসুন্ধরার স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার। ৪ গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র। হ্যাটট্রিক অধিনায়ক সাবিনা খাতুন।
গত বছর ৩৫ গোল করে বসুন্ধরা কিংসকে প্রথম শিরোপা জিতিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবারের লিগে সাবিনার গোল এখন পর্যন্ত ২০। টানা কয়েক ম্যাচ গোলখরার পর ৫ গোল করে নিজের গোলসংখ্যাকে ২৪–এ নিয়ে গেছেন এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা।
পয়েন্ট টেবিল অনুযায়ী আগের ম্যাচেই লিগ নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। তবু আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা পয়েন্টের দরকার ছিল। ১ নয়, বসুন্ধরা পুরো ৩ পয়েন্টই নিয়েছে। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলের বন্যায় ভাসিয়ে জিতেছে নারী লিগের টানা দ্বিতীয় শিরোপা।
লিগে এখনো একটি করে ম্যাচ বাকি আছে প্রতি দলের। সোমবার নাসরিন স্পোর্টসের বিপক্ষে সেই ম্যাচ বসুন্ধরার জন্য শুধুই আনুষ্ঠানিকতা। ১৩ ম্যাচের সবগুলো জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে কিংসের মেয়েরা। ৩৯ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসির পয়েন্ট ৩৩।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ একাই ৫ গোল করেছেন বসুন্ধরার স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার। ৪ গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র। হ্যাটট্রিক অধিনায়ক সাবিনা খাতুন।
গত বছর ৩৫ গোল করে বসুন্ধরা কিংসকে প্রথম শিরোপা জিতিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবারের লিগে সাবিনার গোল এখন পর্যন্ত ২০। টানা কয়েক ম্যাচ গোলখরার পর ৫ গোল করে নিজের গোলসংখ্যাকে ২৪–এ নিয়ে গেছেন এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে