Ajker Patrika

আগামীকাল আর্জেন্টিনার জন্য ফাইনাল, বললেন মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২১: ৫২
আগামীকাল আর্জেন্টিনার জন্য ফাইনাল, বললেন মার্টিনেজ

বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য পরের দুই ম্যাচই একরকম বাঁচা-মরার লড়াই। শেষ দুই ম্যাচে জিততেই হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের, যার প্রথমটি আগামীকাল মেক্সিকোর বিপক্ষে। হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে।

মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিকেই তাই ফাইনাল হিসেবে দেখছে আর্জেন্টিনা। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লাওতারো মার্টিনেজ, ‘আগামীকাল আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা। এই ম্যাচ এতই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতের অনেক কিছুই এর ওপর নির্ভর করছে।’

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের হারই জটিলতায় ফেলে দিয়েছে আর্জেন্টিনাকে। আর তাতে থেমে গেছে আলবিসেলেস্তেদের ৩৬ ম্যাচের অপরাজিত স্বপ্ন যাত্রা। সবচেয়ে বড় যে ব্যাপার, মেসিদের মনোবলে ভালোভাবেই ধাক্কা দিয়েছে এই হার। তবে সবকিছু ভুলে এখন মেক্সিকো ম্যাচে মনোযোগ দিচ্ছেন বলে জানান লাওতারো মার্টিনেজ, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং কী আসছে তা নিয়ে ভাবতে হবে। যা আসছে তা মেক্সিকো, আমাদের তাই জয়ের দিকে মনোযোগ দিতে হবে যা যাই হোক না কেন।’

সৌদি আরবের বিপক্ষে নিজেদের ভুলের কারণেই হেরেছেন বলে মনে করেন লাওতারো। তবে মেক্সিকোর বিপক্ষে এমনটা হবে না বলে বিশ্বাস করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত