নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপ ম্যাচে নিজেদের ফিনিশিং নিয়ে বেশ আক্ষেপ করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ম্যাচটা ছিল সাবিনাদের কাছে ‘প্রাক-প্রস্তুতি’র মতো। নিজেদের সমস্যা কাটিয়ে ওঠার শেষ চেষ্টা। এবার ভালো একটা প্রস্তুতি নিয়ে তৃপ্ত হতেই পারেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দূর হতে পারে ফিনিশিং নিয়ে আক্ষেপও।
ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে সাফ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন পাকিস্তানের মেয়েরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ শক্ত একটা প্রতিরোধ গড়ে তুলেছিল দলটি। বাংলাদেশের কাছে নিমেষেই গুঁড়িয়ে গেছে পাকিস্তানিদের সেই প্রতিরোধ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচে ৯ গোলে বাংলাদেশের সেমিফাইনালটাও প্রায় নিশ্চিত। আজ বিকেলে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারতের মেয়েরা জিতলে অথবা ড্র করলেই শেষ চারে উঠে যাবে লাল-সবুজের মেয়েরা।
কাঠমান্ডুর রঙ্গশালার দশরথ স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ম্যাচের পরিস্থিতি বোঝারও সময় দেননি সাবিনা-মারিয়া মান্দারা। ম্যাচের পরিধি তিন মিনিট হওয়ার আগেই পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। পাকিস্তানি ডিফেন্ডারের ভুলে বক্সের মুখে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মনিকা চাকমা।
১২ মিনিটে গোলের ভালো একটি সুযোগ নষ্ট করেন অধিনায়ক সাবিনা খাতুন। সতীর্থের পাস থেকে পাকিস্তান গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান সাবিনা।
২৩ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে রক্ষা পায় বাংলাদেশ। কর্নার থেকে পাকিস্তানি অধিনায়ক মারিয়া জামিলা খানের স্পটকিক অল্পের জন্য খুঁজে পায়নি জাল।
পাকিস্তানের আক্রমণে চাপ বাড়ার আগেই দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে অধিনায়ক সাবিনা খাতুনের পাসে ২৮ মিনিটে পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সিরাত জাহান স্বপ্না।
তিন মিনিট পরেই ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এবার গোলের খাতায় নাম লেখান অধিনায়ক সাবিনা। ৩১ মিনিটে মনিকা চাকমার শটে পাকিস্তানি খেলোয়াড়ের গায়ে লেগে বল পান সাবিনা। সুযোগের অপেক্ষাতেই ছিলেন বাংলাদেশ অধিনায়ক, ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন পোস্টে।
৩৫ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে পাকিস্তানের জালে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সাবিনা। বক্সে সানজিদা খাতুনের কাট ব্যাক থেকে আলতো স্পর্শে এবারের টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ না হওয়ায় এই অর্ধে ২ গোল পেয়েছে বাংলাদেশ। যদিও এই অর্ধেও হ্যাটট্রিক পেয়েছেন সাবিনা। ৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে মারিয়া মান্দার মাপা ক্রসে গোলমুখ থেকে হেডে লক্ষ্য ভেদ করেন বাংলাদেশ অধিনায়ক। এবারের টুর্নামেন্টে সাবিনার এটি পঞ্চম গোল।
৭৭ মিনিটে ষষ্ঠ গোল এনে দেন ঋতুপর্ণা চাকমা। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন বদলি নামা এই মিডফিল্ডার। আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
মালদ্বীপ ম্যাচে নিজেদের ফিনিশিং নিয়ে বেশ আক্ষেপ করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ম্যাচটা ছিল সাবিনাদের কাছে ‘প্রাক-প্রস্তুতি’র মতো। নিজেদের সমস্যা কাটিয়ে ওঠার শেষ চেষ্টা। এবার ভালো একটা প্রস্তুতি নিয়ে তৃপ্ত হতেই পারেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দূর হতে পারে ফিনিশিং নিয়ে আক্ষেপও।
ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে সাফ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন পাকিস্তানের মেয়েরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ শক্ত একটা প্রতিরোধ গড়ে তুলেছিল দলটি। বাংলাদেশের কাছে নিমেষেই গুঁড়িয়ে গেছে পাকিস্তানিদের সেই প্রতিরোধ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচে ৯ গোলে বাংলাদেশের সেমিফাইনালটাও প্রায় নিশ্চিত। আজ বিকেলে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারতের মেয়েরা জিতলে অথবা ড্র করলেই শেষ চারে উঠে যাবে লাল-সবুজের মেয়েরা।
কাঠমান্ডুর রঙ্গশালার দশরথ স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ম্যাচের পরিস্থিতি বোঝারও সময় দেননি সাবিনা-মারিয়া মান্দারা। ম্যাচের পরিধি তিন মিনিট হওয়ার আগেই পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। পাকিস্তানি ডিফেন্ডারের ভুলে বক্সের মুখে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মনিকা চাকমা।
১২ মিনিটে গোলের ভালো একটি সুযোগ নষ্ট করেন অধিনায়ক সাবিনা খাতুন। সতীর্থের পাস থেকে পাকিস্তান গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান সাবিনা।
২৩ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে রক্ষা পায় বাংলাদেশ। কর্নার থেকে পাকিস্তানি অধিনায়ক মারিয়া জামিলা খানের স্পটকিক অল্পের জন্য খুঁজে পায়নি জাল।
পাকিস্তানের আক্রমণে চাপ বাড়ার আগেই দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে অধিনায়ক সাবিনা খাতুনের পাসে ২৮ মিনিটে পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সিরাত জাহান স্বপ্না।
তিন মিনিট পরেই ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এবার গোলের খাতায় নাম লেখান অধিনায়ক সাবিনা। ৩১ মিনিটে মনিকা চাকমার শটে পাকিস্তানি খেলোয়াড়ের গায়ে লেগে বল পান সাবিনা। সুযোগের অপেক্ষাতেই ছিলেন বাংলাদেশ অধিনায়ক, ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন পোস্টে।
৩৫ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে পাকিস্তানের জালে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সাবিনা। বক্সে সানজিদা খাতুনের কাট ব্যাক থেকে আলতো স্পর্শে এবারের টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ না হওয়ায় এই অর্ধে ২ গোল পেয়েছে বাংলাদেশ। যদিও এই অর্ধেও হ্যাটট্রিক পেয়েছেন সাবিনা। ৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে মারিয়া মান্দার মাপা ক্রসে গোলমুখ থেকে হেডে লক্ষ্য ভেদ করেন বাংলাদেশ অধিনায়ক। এবারের টুর্নামেন্টে সাবিনার এটি পঞ্চম গোল।
৭৭ মিনিটে ষষ্ঠ গোল এনে দেন ঋতুপর্ণা চাকমা। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন বদলি নামা এই মিডফিল্ডার। আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে