ক্রীড়া ডেস্ক
মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হলো টমাস টুখেলকে। নিজেরই সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় দিয়ে বায়ার্ন মিউনিখের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আর গতকাল পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হলো তাঁকে।
পরাজয়ের স্বাদ এতটাই তিক্ততার যে ঘটনাটি দ্রুতই ভুলে যাওয়ার চেষ্টা করবেন টুখেল। কেননা, জার্মানির দ্বিতীয় সেরা লিগ জার্মান কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাঁর দলকে। গতকাল ফ্রেইবুর্গের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে ম্যাচে সবকিছু নিজেদের পক্ষেই ছিল বায়ার্নের। নিজেদের মাঠ, প্রতিপক্ষের চেয়ে এগিয়ে, এমনকি ম্যাচেও অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এগিয়ে গিয়েছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ের পেনাল্টিতে কপাল পুড়েছে তাদের।
নিজেদের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণে ফ্রেইবুর্গের ডিফেন্ডার ও গোলরক্ষকের পরীক্ষা নিচ্ছিলেন বায়ার্নের আক্রমণভাগের খেলোয়াড়েরা। তার সুফলও পায় স্বাগতিকেরা। ১৯ মিনিটে কর্নার থেকে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন হেডে গোল করা ডিফেন্ডার দায়োত উপামেকানো। কিন্তু লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি কাপে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নরা।
বলা যায়, লিডটা ধরে রাখার সুযোগই দেননি ফ্রেইবুর্গকে সমতায় ফেরানো মিডফিল্ডার নিকোলাস হফলার। ২৭ মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে নেওয়া গুলির মতো শটটিতে বাধা হওয়ার কোনো সুযোগেই পাননি বায়ার্নের ডিফেন্ডার। গোলরক্ষক ইয়ান সোমার বলের দিকে লাফিয়ে পড়লেও তাঁর সাধ্য ছিল না প্রতিহত করার।
গোল হজম করে নিজেদের আক্রমণে আরও ধার বাড়ায় বায়ার্ন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি স্বাগতিকদের। প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক মার্ক ফ্লেককেন বায়ার্নের খেলোয়াড়দের আর কোনো সুযোগ দেয়নি। এদের বাধা পেরোলেও একবার তো নিশ্চিত গোল হলো না গোলবারের কারণে।
ভাগ্যকে পাশে না পাওয়া বায়ার্ন উল্টো অতিরিক্ত সময়ে গোল হজম করে। ডি-বক্সের ভেতরে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে পেনাল্টি পায় ফ্রেইবুর্গ। স্পটকিক থেকে দলকে জয়সূচক গোল এনে দেন স্ট্রাইকার লুকাস হলার। এর সঙ্গেই শেষ হয়ে যায় বায়ার্নের জার্মান কাপ পুনরুদ্ধারের চেষ্টাও। অন্যদিকে শেষবারের রানার্সআপরা এবার চ্যাম্পিয়নের লক্ষ্যে আবারও সেমিতে পৌঁছায়। জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড।
মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হলো টমাস টুখেলকে। নিজেরই সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় দিয়ে বায়ার্ন মিউনিখের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আর গতকাল পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হলো তাঁকে।
পরাজয়ের স্বাদ এতটাই তিক্ততার যে ঘটনাটি দ্রুতই ভুলে যাওয়ার চেষ্টা করবেন টুখেল। কেননা, জার্মানির দ্বিতীয় সেরা লিগ জার্মান কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাঁর দলকে। গতকাল ফ্রেইবুর্গের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে ম্যাচে সবকিছু নিজেদের পক্ষেই ছিল বায়ার্নের। নিজেদের মাঠ, প্রতিপক্ষের চেয়ে এগিয়ে, এমনকি ম্যাচেও অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এগিয়ে গিয়েছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ের পেনাল্টিতে কপাল পুড়েছে তাদের।
নিজেদের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণে ফ্রেইবুর্গের ডিফেন্ডার ও গোলরক্ষকের পরীক্ষা নিচ্ছিলেন বায়ার্নের আক্রমণভাগের খেলোয়াড়েরা। তার সুফলও পায় স্বাগতিকেরা। ১৯ মিনিটে কর্নার থেকে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন হেডে গোল করা ডিফেন্ডার দায়োত উপামেকানো। কিন্তু লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি কাপে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নরা।
বলা যায়, লিডটা ধরে রাখার সুযোগই দেননি ফ্রেইবুর্গকে সমতায় ফেরানো মিডফিল্ডার নিকোলাস হফলার। ২৭ মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে নেওয়া গুলির মতো শটটিতে বাধা হওয়ার কোনো সুযোগেই পাননি বায়ার্নের ডিফেন্ডার। গোলরক্ষক ইয়ান সোমার বলের দিকে লাফিয়ে পড়লেও তাঁর সাধ্য ছিল না প্রতিহত করার।
গোল হজম করে নিজেদের আক্রমণে আরও ধার বাড়ায় বায়ার্ন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি স্বাগতিকদের। প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক মার্ক ফ্লেককেন বায়ার্নের খেলোয়াড়দের আর কোনো সুযোগ দেয়নি। এদের বাধা পেরোলেও একবার তো নিশ্চিত গোল হলো না গোলবারের কারণে।
ভাগ্যকে পাশে না পাওয়া বায়ার্ন উল্টো অতিরিক্ত সময়ে গোল হজম করে। ডি-বক্সের ভেতরে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে পেনাল্টি পায় ফ্রেইবুর্গ। স্পটকিক থেকে দলকে জয়সূচক গোল এনে দেন স্ট্রাইকার লুকাস হলার। এর সঙ্গেই শেষ হয়ে যায় বায়ার্নের জার্মান কাপ পুনরুদ্ধারের চেষ্টাও। অন্যদিকে শেষবারের রানার্সআপরা এবার চ্যাম্পিয়নের লক্ষ্যে আবারও সেমিতে পৌঁছায়। জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৩৯ মিনিট আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে