ক্রীড়া ডেস্ক
কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব এখন শেষ দিকে। স্বাগতিক দেশসহ ইতিমধ্যে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে ২৭টি দলের। অপেক্ষা এখন পাঁচ দলের। তার আগেই অন্য একটা অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপের বল উন্মোচন করল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
বিশ্বকাপের বলের নাম ‘আল রিহলা’। যার অর্থ ভ্রমণ। বিশ্বকাপের বলের ডিজাইন করেছেন ফ্রাঞ্জিসকা লেফেলমান। কাতারের স্থাপত্য, নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে ‘আল রিহলা’ বলের নকশা। এনিয়ে টানা ১৪টি বিশ্বকাপের বল তৈরি করল অ্যাডিডাস। যার শুরুটা হয়েছিল ১৯৭০ বিশ্বকাপ দিয়ে।
অ্যাডিডাস প্রকাশিত বিশ্বকাপের বল হাতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। এই বল দিয়েই মাঠ মাতাতে দেখা যাবে এমবাপ্পে, মেসি, নেইমার, রোনালদোদের। গতকাল উন্মোচন হওয়া বলটা চোখে প্রশান্তি এনে দেওয়ার মতোই সুন্দর। বলটি জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জীবনের গল্প নিয়ে লেখা বই 'আল রিহলা' নামে নামান্তর করা হয়।
বলের নকশায় আছে মেরুন ও নীল রঙের আধিক্য। বলের ওজন, গতি ও প্রকৃতি ঠিক আছে কিনা তা নিশ্চিত ল্যাবে কয়েক দফা পরীক্ষা করানো হয়। কাতারের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিশ্বের ১০টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপের দল। দেশগুলোর শহরে রাজসিক কায়দায় উন্মোচন করা হবে বলটি। আগামী ১২ এপ্রিল থেকে খুচরা বাজারে ছাড়া হবে ‘আল রিহলা’।
কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব এখন শেষ দিকে। স্বাগতিক দেশসহ ইতিমধ্যে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে ২৭টি দলের। অপেক্ষা এখন পাঁচ দলের। তার আগেই অন্য একটা অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপের বল উন্মোচন করল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
বিশ্বকাপের বলের নাম ‘আল রিহলা’। যার অর্থ ভ্রমণ। বিশ্বকাপের বলের ডিজাইন করেছেন ফ্রাঞ্জিসকা লেফেলমান। কাতারের স্থাপত্য, নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে ‘আল রিহলা’ বলের নকশা। এনিয়ে টানা ১৪টি বিশ্বকাপের বল তৈরি করল অ্যাডিডাস। যার শুরুটা হয়েছিল ১৯৭০ বিশ্বকাপ দিয়ে।
অ্যাডিডাস প্রকাশিত বিশ্বকাপের বল হাতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। এই বল দিয়েই মাঠ মাতাতে দেখা যাবে এমবাপ্পে, মেসি, নেইমার, রোনালদোদের। গতকাল উন্মোচন হওয়া বলটা চোখে প্রশান্তি এনে দেওয়ার মতোই সুন্দর। বলটি জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জীবনের গল্প নিয়ে লেখা বই 'আল রিহলা' নামে নামান্তর করা হয়।
বলের নকশায় আছে মেরুন ও নীল রঙের আধিক্য। বলের ওজন, গতি ও প্রকৃতি ঠিক আছে কিনা তা নিশ্চিত ল্যাবে কয়েক দফা পরীক্ষা করানো হয়। কাতারের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিশ্বের ১০টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপের দল। দেশগুলোর শহরে রাজসিক কায়দায় উন্মোচন করা হবে বলটি। আগামী ১২ এপ্রিল থেকে খুচরা বাজারে ছাড়া হবে ‘আল রিহলা’।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে