Ajker Patrika

পুরোনো কথা ভুলে প্যালেসে লিভারপুলের সাবেক কোচ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯: ২৩
পুরোনো কথা ভুলে প্যালেসে লিভারপুলের সাবেক কোচ 

পুনরায় ক্রিস্টাল প্যালেসে ফিরলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্যালেসের দায়িত্বে দেখা যাবে ৭৫ বছর বয়সী এই কোচকে।

২০২১ সালের জুলাইয়ে হজসনের উত্তরসূরি হিসেবে সেলহার্স্ট পার্কে আসেন প্যাট্রিক ভিয়েরা। কিন্তু তাঁর অধীনে সাফল্যের মুখে দেখেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ না জেতার ব্যর্থতা মাথায় নিয়ে গত শুক্রবার বরখাস্ত হন ভিয়েরা।

এবার ফরাসি কোচের পরিবর্তে দ্বিতীয়বারের মতো প্যালেসের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরলেন হজসন। ২০২২ সালের মে পর্যন্ত ওয়াটফোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি। দলটি চ্যাম্পিয়নশিপে অবনমন হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন হজসন। আবারও প্যালেসে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য এখন ম্যাচ জেতা এবং প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করা।’

এর আগে ওয়াটফোর্ড ছাড়ার পর হজসন জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাবের কোচিং করানোর আশা করেন না। কিন্তু নিজের কথায় বেশি দিন অনড় থাকতে পারলেন না লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ।

চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১২ তম স্থানে আছে প্যালেস, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট বেশি তাদের। নিজেদের গত ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরেছে তারা। হজসনের অধীনে এই মৌসুমে প্যালেসের প্রথম অভিযান শুরু হবে ১ এপ্রিল। নিজেদের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত