ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব যারা বার্ষিক ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪৬ বিলিয়ন বা প্রায় ১০৪ কোটি ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৩২০ কোটি টাকা। এই মৌসুমে তারা জিতেছিল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। আগের মৌসুমে রিয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।
ডেলয়েটের মানি লিগ সমীক্ষায় ২০২৩-২৪ মৌসুমে আয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। ৮০ কোটি ৬ লাখ ইউরো আয় করে তিন নম্বরে ফরাসি ক্লাব পিএসজি। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের আয় হয়েছে ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আয় অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে বেশ কমই। গত মৌসুমে ৭৬ কোটি ইউরো আয় করেছে তারা। তালিকায় চার নম্বর থেকে এবার তারা নেমে গেছে ছয় নম্বরে।
সমীক্ষায় বলা হয়েছে, শীর্ষ ২০ ক্লাবের মোট আয় ৬ শতাংশ বেড়ে ৯.৪৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ম্যাচ-ডে আয় সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে, ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি, টিকিটের দাম এবং প্রিমিয়াম হসপিটালিটির উন্নতির কারণে সম্ভব হয়েছে।
রিয়াল মাদ্রিদ ম্যাচ-ডে আয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কারের ফলে ২৪ কোটি ৮০ লাখ ইউরো আয় করেছে, যা আগের মৌসুমের দ্বিগুণ। বার্সেলোনা চতুর্থ স্থান থেকে ছয় নম্বরে নেমে গেছে মূলত ম্যাচ-ডে আয় কমে যাওয়ার কারণে। ১০ কোটি ৩০ লাখ ইউরো তারা ম্যাচ-ডে থেকে গত মৌসুমে আয় করেছে। গত বারের চেয়ে প্রায় ৬ কোটি ইউরো কম। ন্যু ক্যাম্পের সংস্কারের সময় ছোট স্টেডিয়ামে খেলার ফলে এই ক্ষতি হয়েছে ক্লাবটির।
মানি লিগে সবচেয়ে বড় আয়ের উৎস বাণিজ্যিক আয় (কমার্শিয়াল), ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। মোট আয়ের ৪৪ শতাংশ দখল করেছে। নন-ফুটবল লাইভ ইভেন্ট, যেমন কনসার্ট আয়োজনের মাধ্যমে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের প্রধান অংশীদার টিম ব্রিজ বলেছেন, ‘বাণিজ্যিক ও ম্যাচ-ডে আয়ের অব্যাহত বৃদ্ধির ফলে মানি লিগে ক্লাবগুলো নতুন রেকর্ড তৈরি করছে।’ ব্রডকাস্ট আয় স্থিতিশীল রয়েছে, মোট ৩.৬৪ বিলিয়ন পাউন্ড, কারণ বড় পাঁচটি লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ’র একই সম্প্রচার চক্রে রয়েছে।
রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব যারা বার্ষিক ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪৬ বিলিয়ন বা প্রায় ১০৪ কোটি ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৩২০ কোটি টাকা। এই মৌসুমে তারা জিতেছিল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। আগের মৌসুমে রিয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।
ডেলয়েটের মানি লিগ সমীক্ষায় ২০২৩-২৪ মৌসুমে আয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। ৮০ কোটি ৬ লাখ ইউরো আয় করে তিন নম্বরে ফরাসি ক্লাব পিএসজি। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের আয় হয়েছে ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আয় অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে বেশ কমই। গত মৌসুমে ৭৬ কোটি ইউরো আয় করেছে তারা। তালিকায় চার নম্বর থেকে এবার তারা নেমে গেছে ছয় নম্বরে।
সমীক্ষায় বলা হয়েছে, শীর্ষ ২০ ক্লাবের মোট আয় ৬ শতাংশ বেড়ে ৯.৪৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ম্যাচ-ডে আয় সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে, ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি, টিকিটের দাম এবং প্রিমিয়াম হসপিটালিটির উন্নতির কারণে সম্ভব হয়েছে।
রিয়াল মাদ্রিদ ম্যাচ-ডে আয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কারের ফলে ২৪ কোটি ৮০ লাখ ইউরো আয় করেছে, যা আগের মৌসুমের দ্বিগুণ। বার্সেলোনা চতুর্থ স্থান থেকে ছয় নম্বরে নেমে গেছে মূলত ম্যাচ-ডে আয় কমে যাওয়ার কারণে। ১০ কোটি ৩০ লাখ ইউরো তারা ম্যাচ-ডে থেকে গত মৌসুমে আয় করেছে। গত বারের চেয়ে প্রায় ৬ কোটি ইউরো কম। ন্যু ক্যাম্পের সংস্কারের সময় ছোট স্টেডিয়ামে খেলার ফলে এই ক্ষতি হয়েছে ক্লাবটির।
মানি লিগে সবচেয়ে বড় আয়ের উৎস বাণিজ্যিক আয় (কমার্শিয়াল), ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। মোট আয়ের ৪৪ শতাংশ দখল করেছে। নন-ফুটবল লাইভ ইভেন্ট, যেমন কনসার্ট আয়োজনের মাধ্যমে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের প্রধান অংশীদার টিম ব্রিজ বলেছেন, ‘বাণিজ্যিক ও ম্যাচ-ডে আয়ের অব্যাহত বৃদ্ধির ফলে মানি লিগে ক্লাবগুলো নতুন রেকর্ড তৈরি করছে।’ ব্রডকাস্ট আয় স্থিতিশীল রয়েছে, মোট ৩.৬৪ বিলিয়ন পাউন্ড, কারণ বড় পাঁচটি লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ’র একই সম্প্রচার চক্রে রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নামবে ধবলধোলাই এড়াতে। এই ম্যাচটি পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩২ মিনিট আগেবাংলাদেশের প্রধান কোচ হিসেবে ‘কড়া হেডমাস্টার’ ট্যাগ জুড়ে গিয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের নামের পাশে। নিয়ম-শৃঙ্খলার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে কিছুটা ভিন্ন ধরনের সংস্কৃতি চালু করেছিলেন হাথুরু। যেগুলো আবার বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের অজানা।
১ ঘণ্টা আগেযতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচনা হয় নাজমুল হোসেন শান্তকে নিয়ে। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
২ ঘণ্টা আগেবড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।
২ ঘণ্টা আগে