ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব যারা বার্ষিক ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪৬ বিলিয়ন বা প্রায় ১০৪ কোটি ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৩২০ কোটি টাকা। এই মৌসুমে তারা জিতেছিল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। আগের মৌসুমে রিয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।
ডেলয়েটের মানি লিগ সমীক্ষায় ২০২৩-২৪ মৌসুমে আয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। ৮০ কোটি ৬ লাখ ইউরো আয় করে তিন নম্বরে ফরাসি ক্লাব পিএসজি। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের আয় হয়েছে ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আয় অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে বেশ কমই। গত মৌসুমে ৭৬ কোটি ইউরো আয় করেছে তারা। তালিকায় চার নম্বর থেকে এবার তারা নেমে গেছে ছয় নম্বরে।
সমীক্ষায় বলা হয়েছে, শীর্ষ ২০ ক্লাবের মোট আয় ৬ শতাংশ বেড়ে ৯.৪৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ম্যাচ-ডে আয় সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে, ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি, টিকিটের দাম এবং প্রিমিয়াম হসপিটালিটির উন্নতির কারণে সম্ভব হয়েছে।
রিয়াল মাদ্রিদ ম্যাচ-ডে আয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কারের ফলে ২৪ কোটি ৮০ লাখ ইউরো আয় করেছে, যা আগের মৌসুমের দ্বিগুণ। বার্সেলোনা চতুর্থ স্থান থেকে ছয় নম্বরে নেমে গেছে মূলত ম্যাচ-ডে আয় কমে যাওয়ার কারণে। ১০ কোটি ৩০ লাখ ইউরো তারা ম্যাচ-ডে থেকে গত মৌসুমে আয় করেছে। গত বারের চেয়ে প্রায় ৬ কোটি ইউরো কম। ন্যু ক্যাম্পের সংস্কারের সময় ছোট স্টেডিয়ামে খেলার ফলে এই ক্ষতি হয়েছে ক্লাবটির।
মানি লিগে সবচেয়ে বড় আয়ের উৎস বাণিজ্যিক আয় (কমার্শিয়াল), ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। মোট আয়ের ৪৪ শতাংশ দখল করেছে। নন-ফুটবল লাইভ ইভেন্ট, যেমন কনসার্ট আয়োজনের মাধ্যমে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের প্রধান অংশীদার টিম ব্রিজ বলেছেন, ‘বাণিজ্যিক ও ম্যাচ-ডে আয়ের অব্যাহত বৃদ্ধির ফলে মানি লিগে ক্লাবগুলো নতুন রেকর্ড তৈরি করছে।’ ব্রডকাস্ট আয় স্থিতিশীল রয়েছে, মোট ৩.৬৪ বিলিয়ন পাউন্ড, কারণ বড় পাঁচটি লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ’র একই সম্প্রচার চক্রে রয়েছে।
রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব যারা বার্ষিক ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪৬ বিলিয়ন বা প্রায় ১০৪ কোটি ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৩২০ কোটি টাকা। এই মৌসুমে তারা জিতেছিল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। আগের মৌসুমে রিয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।
ডেলয়েটের মানি লিগ সমীক্ষায় ২০২৩-২৪ মৌসুমে আয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। ৮০ কোটি ৬ লাখ ইউরো আয় করে তিন নম্বরে ফরাসি ক্লাব পিএসজি। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের আয় হয়েছে ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আয় অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে বেশ কমই। গত মৌসুমে ৭৬ কোটি ইউরো আয় করেছে তারা। তালিকায় চার নম্বর থেকে এবার তারা নেমে গেছে ছয় নম্বরে।
সমীক্ষায় বলা হয়েছে, শীর্ষ ২০ ক্লাবের মোট আয় ৬ শতাংশ বেড়ে ৯.৪৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ম্যাচ-ডে আয় সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে, ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি, টিকিটের দাম এবং প্রিমিয়াম হসপিটালিটির উন্নতির কারণে সম্ভব হয়েছে।
রিয়াল মাদ্রিদ ম্যাচ-ডে আয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কারের ফলে ২৪ কোটি ৮০ লাখ ইউরো আয় করেছে, যা আগের মৌসুমের দ্বিগুণ। বার্সেলোনা চতুর্থ স্থান থেকে ছয় নম্বরে নেমে গেছে মূলত ম্যাচ-ডে আয় কমে যাওয়ার কারণে। ১০ কোটি ৩০ লাখ ইউরো তারা ম্যাচ-ডে থেকে গত মৌসুমে আয় করেছে। গত বারের চেয়ে প্রায় ৬ কোটি ইউরো কম। ন্যু ক্যাম্পের সংস্কারের সময় ছোট স্টেডিয়ামে খেলার ফলে এই ক্ষতি হয়েছে ক্লাবটির।
মানি লিগে সবচেয়ে বড় আয়ের উৎস বাণিজ্যিক আয় (কমার্শিয়াল), ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। মোট আয়ের ৪৪ শতাংশ দখল করেছে। নন-ফুটবল লাইভ ইভেন্ট, যেমন কনসার্ট আয়োজনের মাধ্যমে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের প্রধান অংশীদার টিম ব্রিজ বলেছেন, ‘বাণিজ্যিক ও ম্যাচ-ডে আয়ের অব্যাহত বৃদ্ধির ফলে মানি লিগে ক্লাবগুলো নতুন রেকর্ড তৈরি করছে।’ ব্রডকাস্ট আয় স্থিতিশীল রয়েছে, মোট ৩.৬৪ বিলিয়ন পাউন্ড, কারণ বড় পাঁচটি লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ’র একই সম্প্রচার চক্রে রয়েছে।
জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন...
১ ঘণ্টা আগেস্যার ডন ব্র্যাডম্যান-শেন ওয়ার্নদের পাশে এবার মাইকেল ক্লার্কও। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত হলো তাঁর নাম। ব্র্যাডমান-ওয়ার্নদের পর ৬৪ তম সদস্য হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন সম্মাননা পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাতিলের খাতায় উঠল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। ইউরোপিয়ান ফুটবলে ভিএআর নিয়ে প্রায়ই আলোচনা হয়। রেফারিদের ভুল নিরূপণে কাজ করে এই প্রযুক্তি। যদিও মাঝে মধ্যে এই ভিএআর নিয়ে বিতর্কও হয়। এবার ভিএআর...
৪ ঘণ্টা আগেতাঁরা ভালো বন্ধু। এমনই যে, আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
৫ ঘণ্টা আগে