Ajker Patrika

বিশ্বকাপের আগেই ফিরবেন দিবালা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগেই ফিরবেন দিবালা

দুয়ারে গ্রেটেস্ট শো অন আর্থ। তার আগে বিশ্বকাপ খেলা কোনো ফুটবলারই চান না চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার অবস্থাও অনেকটা সে রকমই। সিরি এ-র ম্যাচে লিসের বিপক্ষে চোটে মাঠ থেকে উঠে যান আর্জেন্টাইন এই তারকা। শুরুতেই আশঙ্কা করা হচ্ছিল পেশির চোটের জন্য হয়তো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে পারেন। কিন্তু আশার কথা শুনিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

স্ক্যান করার পর জানা গেছে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন। সে হিসেবে বিশ্বকাপের আগে লিগ পর্বের শেষ ম্যাচ রোম ডার্বিতে ফিরতে পারেন। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না রোমা। পরিস্থিতি খারাপ হলে অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকেই পড়তে পারেন। সে আশঙ্কাও একেবারে নাকচও করছে না কর্তৃপক্ষ।

২২শে নভেম্বর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ সামনে রেখে নিজেকে পুরোপুরি তৈরি করছিলেন দিবালা। রোমার হয়ে খেলছিলেনও দারুণ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১১ ম্যাচে ৭ গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন পাওলো দিবালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত