ক্রীড়া ডেস্ক
কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।
কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
১১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
১২ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১৩ ঘণ্টা আগে