Ajker Patrika

বরখাস্ত মেসিদের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২: ০৪
বরখাস্ত মেসিদের সাবেক কোচ

হোর্হে সাম্পাওলির অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু সেই বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে লিওনেল মেসিরা বিদায় নেন দ্বিতীয় রাউন্ড থেকে। ব্যর্থতার দায় মাথায় নিয়ে বরখাস্ত হন সাম্পাওলিও।

এরপর ক্লাব পর্যায়ে সান্তোস ও অ্যাতলেতিকো মিনেইরোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন কোচ। পরে গত বছর দ্বিতীয় মেয়াদে আবারও কোচ হন সেভিয়ার। তবে এক বছরের মাথায় লা লিগার ক্লাবটি থেকে চাকরি হারিয়েছেন। অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট ওপরে সেভিয়া।

গত অক্টোবরে সেভিয়ার দায়িত্ব নেন চিলি ও আর্জেন্টিনার সাবেক কোচ। তবে ৬৩ বছর বয়সী সাম্পাওলির অধীনে গত সাত ম্যাচের পাঁচটিতে হেরেছে ক্লাবটি। বর্তমানে লা লিগায় তাদের অবস্থান ১৪তম। তবে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। আগামী মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ আটের প্রথম লেগ খেলবে আন্দালুসিয়ান ক্লাবটি।

সাম্পাওলির অধীনে গত ম্যাচ গেতাফের বিপক্ষে ২-০ গোলে হারে সেভিয়া। তালিকায় ২৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে উঠে এসেছে গেতাফে। সাম্পাওলিকে বরখাস্ত করার পর সেভিয়া জানিয়েছে, ইতিমধ্যে যত শিগগির সম্ভব নতুন কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে কাজ করছে তারা।

আন্তর্জাতিক বিরতির পর সেভিয়া প্রথম ম্যাচ খেলবে ১ এপ্রিল, লিগে ১৫তম স্থানে থাকা কাদিজের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত