Ajker Patrika

১১ বছর পর ইতালিয়ান কাপ ইন্টারের, জুভেন্টাসের শিরোপাহীন মৌসুম 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ মে ২০২২, ১৩: ৫৮
১১ বছর পর ইতালিয়ান কাপ ইন্টারের, জুভেন্টাসের শিরোপাহীন মৌসুম 

রোমাঞ্চকর ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। দীর্ঘ ১১ বছর পর এই শিরোপার স্বাদ পেল তারা। ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। 

এদিকে লিগ শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া জুভেন্টাস এবার হাতছাড়া করল কোপা ইতালিয়ার শিরোপাটাও।  ২০১০-১১ মৌসুমের পর জুভেন্টাসকে এই প্রথম শিরোপাবিহীন মৌসুম কাটাতে হচ্ছে।

অন্যদিকে  কোপা ইতালিয়া জয়ী ইন্টার মিলানের সামনে সুযোগ আছে ‘ডাবল’ জয়ের। সিরি আ-তে ৩৬ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিমোনে ইনজাঘির দল। 

সমানসংখ্যক ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। বাকি দুটি ম্যাচের ফল নিজেদের দিকে আনতে পারলে আর এসি মিলান যদি একটিতেও হেরে যায়, তাহলে লিগ শিরোপাও ঘরে তুলবে ইন্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত