নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকৃতি যেন সুযোগটা দিয়েছিল বাংলাদেশকেই। ৩৬ মিনিটে ঝুম বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ পিচ্ছিল হয়ে উঠল। সেই পিচ্ছিল মাঠে খাবি খেতে থাকা আফগানিস্তানকে শেষদিকে চেপেও ধরল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে গোল হলো, দুই দলই গোল পেল কিন্তু জয় পেল না কোনো দলই।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ফুটবল দল। ৩ সেপ্টেম্বরের প্রথম প্রীতি ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। আজ দ্বিতীয় ম্যাচটাও শেষ হয়েছে ড্রয়ে। তবে সেই ম্যাচের সঙ্গে আজকের ম্যাচের পার্থক্য হলো, আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
সুযোগ হারিয়ে ড্র করায় আফগানিস্তানের বিপক্ষে ৪৪ বছর ধরে জয় বঞ্চিতই থাকল বাংলাদেশ। তবে একটা ইতিবাচক দিকও আছে। দুই ড্রয়ে নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে অপরাজিতও থাকল বাংলাদেশ।
প্রীতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকার পরও আফগানিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশকেই খেলিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বড় পরিবর্তন ছিল আফগানিস্তান দলে। তিন পরিবর্তন এনে আফগানরা তাদের সেরা একাদশকেই খেলিয়েছে আজ।
নিরুত্তাপ শুরুর ম্যাচে হঠাৎই উত্তাপ ডাগআউট। ম্যাচের ১৭ মিনিটে রাকিব হোসেনকে ট্যাকল করতে গিয়ে নিজেই ব্যথায় কাতরে ওঠেন আফগান ডিফেন্ডার মাহবুব হানিফি। তাই নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। দুজনের হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরাও। ঝগড়া থামাতে কঠিন পথে হাঁটলেন নেপালি রেফারি প্রাজল ছেত্ররি। ১৯ মিনিটের মাথায় হাসান আল মামুন ও আবদুল্লাহ আল মুতায়িরিকে দেখান লাল কার্ড। লাল কার্ড দেখে দলকে মাঠ থেকে উঠে আসার ডাক দিয়েছিলেন আফগান কোচ। শেষ পর্যন্ত অবশ্য প্রধান কোচকে ছাড়াই খেলতে নামে আফগানিস্তান।
ডাগআউটের উত্তেজনায় দুই দলের ভালো খেলার আগ্রহ দেখা গেল কম। প্রথমার্ধে বাংলাদেশ-আফগানিস্তানের আক্রমণ তেমন দেখাই গেল না। ৩৯ মিনিটে রাকিব হোসেন একবার চেষ্টা করলেন, ডান প্রান্ত ধরে তাঁর শট সহজেই ঠেকান আফগান গোলরক্ষক ফয়সাল আহমেদ হামিদি।
প্রথমার্ধে বাংলাদেশের সেরা সুযোগ নষ্ট অতিরিক্ত সময়ে। সোহেল রানার কর্নার থেকে আফগান খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল পান জামাল ভূঁইয়া। তাঁর ডান পায়ের শট লক্ষ্যেই ছিল, তবে বল জালে জড়ানোর মুখে সেই শট আটকে যায় হৃদয়ের পায়ে।
ম্যাচের আগে শেষ অনুশীলনে সেট পিস নিয়ে বেশ কাজ করেছিল আফগানিস্তান। সেই সেটপিসেই বাংলাদেশের সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় কোচ বিহীন আফগানিস্তান। ৫২ মিনিটে ওমিড পোপালজাইয়ের কর্নার থেকে জাবের শারযার হেড আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
পিছিয়ে পড়া বাংলাদেশ ১০ মিনিট পর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। দলীয় বোঝাপড়ায় মাঝমাঠ থেকে সোহেল রানার বাড়ানো বলে রাকিব হোসেন ডান প্রান্তে পাস বাড়ান ফাঁকায় থাকা বিশ্বনাথ ঘোষকে। বিশ্বনাথকে বল পায়ে দেখেই বাঁ প্রান্ত ধরে বক্সে এগিয়ে এসেছিলেন শেখ মোরসালিন। বিশ্বনাথ হিসাব করেই মোরসালিনকে পাস দিয়েছেন, ফাঁকা পোস্টে এবার আর ভুল করেননি। আলতো ছোঁয়ায় বল জড়ান জালে।
বাংলাদেশ পেনাল্টি পেতে পারত ৬৮ মিনিটেও। বক্সের ভেতর জামাল ভূঁইয়ার শট শুয়ে হাতে ঠেকান আফগান ডিফেন্ডার ফারজাদ আতি। টিভি রিপ্লেতেও দেখা গেছে বল ফারজাদের হাতে লেগেছিল। তবে নেপালি রেফারি বাংলাদেশের আবেদনে সাড়া দেননি।
শেষ দিকে এসে আফগানদের যেন চেপে ধরে বাংলাদেশ। ৭৮ মিনিটে ডান প্রান্ত ধরে সোহেল রানার কাট ব্যাকে পোস্টে ফ্লিক করার চেষ্টায় ছিলেন মোরসালিন। বল তাঁর পায়ে লাগলে ব্যবধানটা বাড়তে পারত বাংলাদেশের।
৮৫ মিনিটেও সুযোগ নষ্ট স্বাগতিকদের। কর্নার থেকে তপু বর্মণের হেড ঝাঁপিয়ে ঠেকান আফগান গোলরক্ষক। পরের মিনিটে জামাল ভূঁইয়ার শটে ফয়সাল আহমেদ ফাহিম শট নেওয়ার আগেই কর্নারের বিনিময়ে দলকে বাঁচান নোমা ওয়ালিজাদা।
শেষ দিকেও এসেও উত্তেজনা। আবারও লাল কার্ড। সহকারী কোচকে অশ্রাব্য কিছু বলেছিলেন প্রথম ম্যাচে আফগানদের অধিনায়কত্ব করা ফয়সাল শায়েস্তে। বদলি হিসেবে ডাগআউটে থাকা শায়েস্তেকে লাল কার্ড দেখিয়ে শায়েস্তা করেন রেফারি। এই লাল কার্ডের কোনো প্রভাব পড়েনি ম্যাচে। ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।
প্রকৃতি যেন সুযোগটা দিয়েছিল বাংলাদেশকেই। ৩৬ মিনিটে ঝুম বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ পিচ্ছিল হয়ে উঠল। সেই পিচ্ছিল মাঠে খাবি খেতে থাকা আফগানিস্তানকে শেষদিকে চেপেও ধরল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে গোল হলো, দুই দলই গোল পেল কিন্তু জয় পেল না কোনো দলই।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ফুটবল দল। ৩ সেপ্টেম্বরের প্রথম প্রীতি ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। আজ দ্বিতীয় ম্যাচটাও শেষ হয়েছে ড্রয়ে। তবে সেই ম্যাচের সঙ্গে আজকের ম্যাচের পার্থক্য হলো, আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
সুযোগ হারিয়ে ড্র করায় আফগানিস্তানের বিপক্ষে ৪৪ বছর ধরে জয় বঞ্চিতই থাকল বাংলাদেশ। তবে একটা ইতিবাচক দিকও আছে। দুই ড্রয়ে নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে অপরাজিতও থাকল বাংলাদেশ।
প্রীতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকার পরও আফগানিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশকেই খেলিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বড় পরিবর্তন ছিল আফগানিস্তান দলে। তিন পরিবর্তন এনে আফগানরা তাদের সেরা একাদশকেই খেলিয়েছে আজ।
নিরুত্তাপ শুরুর ম্যাচে হঠাৎই উত্তাপ ডাগআউট। ম্যাচের ১৭ মিনিটে রাকিব হোসেনকে ট্যাকল করতে গিয়ে নিজেই ব্যথায় কাতরে ওঠেন আফগান ডিফেন্ডার মাহবুব হানিফি। তাই নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। দুজনের হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরাও। ঝগড়া থামাতে কঠিন পথে হাঁটলেন নেপালি রেফারি প্রাজল ছেত্ররি। ১৯ মিনিটের মাথায় হাসান আল মামুন ও আবদুল্লাহ আল মুতায়িরিকে দেখান লাল কার্ড। লাল কার্ড দেখে দলকে মাঠ থেকে উঠে আসার ডাক দিয়েছিলেন আফগান কোচ। শেষ পর্যন্ত অবশ্য প্রধান কোচকে ছাড়াই খেলতে নামে আফগানিস্তান।
ডাগআউটের উত্তেজনায় দুই দলের ভালো খেলার আগ্রহ দেখা গেল কম। প্রথমার্ধে বাংলাদেশ-আফগানিস্তানের আক্রমণ তেমন দেখাই গেল না। ৩৯ মিনিটে রাকিব হোসেন একবার চেষ্টা করলেন, ডান প্রান্ত ধরে তাঁর শট সহজেই ঠেকান আফগান গোলরক্ষক ফয়সাল আহমেদ হামিদি।
প্রথমার্ধে বাংলাদেশের সেরা সুযোগ নষ্ট অতিরিক্ত সময়ে। সোহেল রানার কর্নার থেকে আফগান খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল পান জামাল ভূঁইয়া। তাঁর ডান পায়ের শট লক্ষ্যেই ছিল, তবে বল জালে জড়ানোর মুখে সেই শট আটকে যায় হৃদয়ের পায়ে।
ম্যাচের আগে শেষ অনুশীলনে সেট পিস নিয়ে বেশ কাজ করেছিল আফগানিস্তান। সেই সেটপিসেই বাংলাদেশের সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় কোচ বিহীন আফগানিস্তান। ৫২ মিনিটে ওমিড পোপালজাইয়ের কর্নার থেকে জাবের শারযার হেড আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
পিছিয়ে পড়া বাংলাদেশ ১০ মিনিট পর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। দলীয় বোঝাপড়ায় মাঝমাঠ থেকে সোহেল রানার বাড়ানো বলে রাকিব হোসেন ডান প্রান্তে পাস বাড়ান ফাঁকায় থাকা বিশ্বনাথ ঘোষকে। বিশ্বনাথকে বল পায়ে দেখেই বাঁ প্রান্ত ধরে বক্সে এগিয়ে এসেছিলেন শেখ মোরসালিন। বিশ্বনাথ হিসাব করেই মোরসালিনকে পাস দিয়েছেন, ফাঁকা পোস্টে এবার আর ভুল করেননি। আলতো ছোঁয়ায় বল জড়ান জালে।
বাংলাদেশ পেনাল্টি পেতে পারত ৬৮ মিনিটেও। বক্সের ভেতর জামাল ভূঁইয়ার শট শুয়ে হাতে ঠেকান আফগান ডিফেন্ডার ফারজাদ আতি। টিভি রিপ্লেতেও দেখা গেছে বল ফারজাদের হাতে লেগেছিল। তবে নেপালি রেফারি বাংলাদেশের আবেদনে সাড়া দেননি।
শেষ দিকে এসে আফগানদের যেন চেপে ধরে বাংলাদেশ। ৭৮ মিনিটে ডান প্রান্ত ধরে সোহেল রানার কাট ব্যাকে পোস্টে ফ্লিক করার চেষ্টায় ছিলেন মোরসালিন। বল তাঁর পায়ে লাগলে ব্যবধানটা বাড়তে পারত বাংলাদেশের।
৮৫ মিনিটেও সুযোগ নষ্ট স্বাগতিকদের। কর্নার থেকে তপু বর্মণের হেড ঝাঁপিয়ে ঠেকান আফগান গোলরক্ষক। পরের মিনিটে জামাল ভূঁইয়ার শটে ফয়সাল আহমেদ ফাহিম শট নেওয়ার আগেই কর্নারের বিনিময়ে দলকে বাঁচান নোমা ওয়ালিজাদা।
শেষ দিকেও এসেও উত্তেজনা। আবারও লাল কার্ড। সহকারী কোচকে অশ্রাব্য কিছু বলেছিলেন প্রথম ম্যাচে আফগানদের অধিনায়কত্ব করা ফয়সাল শায়েস্তে। বদলি হিসেবে ডাগআউটে থাকা শায়েস্তেকে লাল কার্ড দেখিয়ে শায়েস্তা করেন রেফারি। এই লাল কার্ডের কোনো প্রভাব পড়েনি ম্যাচে। ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
১ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে