ক্রীড়া ডেস্ক
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে