Ajker Patrika

যে পরিবর্তন নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫: ৪৪
যে পরিবর্তন নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

হারলেই বিদায়—মেক্সিকো ম্যাচের পর আজ আরেকটি বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা। ৯৭৪ স্টেডিয়ামে আজ পোল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের। ড্র করলে অবশ্য একটা সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে একই সময়ে হওয়া সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। এই ম্যাচ ড্র হলেও শেষ ষোলোতে উঠবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নিশ্চয়ই অন্যের ঘাড়ে চাপতে চাইবে না আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রক্ষণ সামলেছেন লেফটব্যাকে মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও দুই সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁকে জায়গা দিতে বসতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঝমাঠের প্রথম একাদশে ছিলেন রদ্রিগো দি পল-গুইদো রদ্রিগেজ-আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আজ পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন এনজো ফার্নান্দেজ। তাঁকে জায়গা ছেড়ে দিয়ে বেঞ্চে বসতে হতে পারে গুইদো রদ্রিগেজকে। 

আক্রমণভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজের কাঁধেই থাকছে গোল বের করার দায়িত্ব। তবে হালকা চোটের সমস্যা আছে মার্তিনেজের। সে ক্ষেত্রে তাঁর বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের যেকোনো পরিস্থিতিতে। গোলবারের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত