Ajker Patrika

ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেও খুশি নন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেও খুশি নন আনচেলত্তি

নিজেদের শোকেসে আরো একটি ট্রফি রাখার সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টের সেমিফাইনালে আল আহলিকে ৪-১ গোলে হারানোয় সেই সুযোগ পাচ্ছে রিয়াল। তবে এমন সুসংবাদেও খুশি হতে পারছেন না কার্লো আনচেলত্তি।

আহলিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেও ম্যাচের খেলায় সন্তুষ্ট নন আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। কোচ বলেছেন, ‘যখন ২-০ (দ্বিতীয়ার্ধ শুরুর আগে) গোলের ব্যবধানে এগিয়ে ছিলাম তখন আমরা ভেবেছিলাম ম্যাচ শেষ হয়েছে। তাই অতিরিক্ত ড্রিবলিং শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে ২-০ জিতেছি। ব্যাপারটা আরাম করব বলে ছিল না। এমনটি হতে পারে না।’ 

ম্যাচের জয় ও টুর্নামেন্ট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমরা সহজে জয় পাইনি তবে ভালোভাবে জিতেছি। এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে রিয়ালের জয়ের কিছু নেই। তবে হারানোর অনেক কিছুই আছে।’ টুর্নামেন্টে দলটির শিরোপা জয়ও কোচের কথাই প্রমাণ করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। ৩ শিরোপা নিয়ে তাদের পরেই আছে লা লিগার আরেক দল বার্সেলোনা। 

এবার শিরোপা সংখ্যাকে ৫ এ নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। এর জন্য তাদের হারাতে হবে আল-হিলালকে। গত পরশু সৌদি আরবের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি। ফাইনাল হবে আগামী শনিবার। 

সেমিতে আল আহলিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে রিয়ালের হয়ে গোল চারটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ফের্দে ভালভার্দে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ব্যবধানটা এক হাত করার সুযোগ ছিল রিয়ালের। ৮৭ মিনিটে আহলির গোলরক্ষক আল শেনউই লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলে ৫ গোলের সুযোগ হাতছাড়া হয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। মদ্রিচ না পারলেও অন্যদিকে পেনাল্টিতে দলের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মিসরীয় ক্লাবটির ডিফেন্ডার আলি মালুউল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত