Ajker Patrika

মেসিদের শিরোপা রক্ষার লড়াই যুক্তরাষ্ট্রে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২: ৪৬
মেসিদের শিরোপা রক্ষার লড়াই যুক্তরাষ্ট্রে

২০১৬তে যুক্তরাষ্ট্রে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। চিলির কাছে হেরে কোপা আমেরিকায় রানার্সআপ হয়েছিল আলবিসেলেস্তেরা। আট বছর পর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই টুর্নামেন্ট আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই। যুক্তরাষ্ট্রে হবে ২০২৪ কোপা আমেরিকা।

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল ফেডারেশন কনকাকাফ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ১৬ দলের অংশগ্রহণে হবে এই কোপা। ১৬ দলের মধ্যে ১০ দল খেলবে দক্ষিণ আমেরিকার কনমেবল ফেডারেশনের এবং কনকাকাফ থেকে খেলবে ৬ দল। ২০২৩-২৪ কনকাকাফ নেশনস লিগ থেকে উঠে আসা ছয় দল খেলবে এই অঞ্চল থেকে।

২০২৪ কোপা আমেরিকার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রে। ২৩তম ফুটবল বিশ্বকাপে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকছে কানাডা ও মেক্সিকো। ৩২ দল থেকে বেড়ে ৪৮ দল নিয়ে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

এ পর্যন্ত কোপা আমেরিকা হয়েছে ৪৭ বার। সর্বোচ্চ ১৫ বার করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। ২০২১ সালে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত