নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জয়টা দুই চিরপ্রতিদ্বন্দ্বীরই খুব দরকার ছিল। এক দলের চাওয়া ছিল, জয় তুলে পরের মৌসুমে এএফসি কাপে খেলার রাস্তাটা আগেভাগে কণ্টকমুক্ত করা। আরেক দল চেয়েছিল, প্রতিপক্ষকে নামিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের কাছাকাছি থাকতে। কারও চাওয়া পুরোপুরি পূরণ হয়নি। ‘ঢাকা ডার্বি’খ্যাত চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান বিপিএল ফুটবল ম্যাচ ১-১ গোলে হয়েছে ড্র। এবারের বিপিএল ফুটবলের প্রথম দেখাতেও ২-২ গোলে ড্র করেছিল আবাহনী-মোহামেডান।
এই ড্রয়ে আবাহনীর চেয়ে বেশি লাভ হয়েছে মোহামেডানেরই। ১৬ ম্যাচে ২৯ পয়েন্টে চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে তাঁরা এখন পয়েন্ট টেবিলের চারে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট আবাহনী দুইয়ে থাকলেও আকাশি-নীলদের ঘাড়ে নিশ্বাস ফেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বর্তমান সূচি অনুযায়ী ২ জুলাই সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচ আছে শেখ জামালের। নিজেদের ১৬তম ম্যাচ জিতলেই আবাহনীকে টপকে টেবিলের দুইয়ে উঠে যাবে শফিকুল ইসলাম মানিকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচে আবাহনী পায়নি নিজেদের আক্রমণভাগের অন্যতম সেরা তিন খেলোয়াড়কে। সোহেল রানা, সাদ উদ্দিন ও নাবীব নেওয়াজ জীবন চোটে দলের বাইরে থাকায় তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষকেই পেয়েছিল আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। এগিয়ে গিয়েও ম্যাচ জয়ের ভালো সুযোগটা কাজে লাগাতে পারেনি সাদা-কালো শিবির। দলটির ১১ ফুটবলার মাত্রই করোনা সেরে ফিরেছেন, যার প্রভাব ছিল খেলাতেও।
যদিও শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ইঙ্গিত দিয়েছিল জমজমাট এক ম্যাচের। দ্বিতীয় মিনিট থেকে দুই দলের খেলোয়াড়রা একে অপরের ডি-বক্সে ঢুকলেন, শট নিলেন। কিন্তু জাল খুঁজে পেলেন না। ২০ মিনিটে খেলার প্রথম আক্রমণটা এল মোহামেডানের দিক থেকে। সলোমন দিয়াবাতের পাসে বেশ জোরের সঙ্গে শট নিয়েছিলেন ইয়াসান আওচিং। ক্যামেরুন স্ট্রাইকারের শটে আবাহনী গোলরক্ষক সোহেল হার মানলেও শন লেনের দল গোলবঞ্চিত হয় বল ক্রসবারে লাগলে।
১০ মিনিট পরই অবশ্য সেই আক্ষেপ মিটিয়েছেন ইয়াসান। ৩০ মিনিটে নিজেদের অর্ধ থেকে সোলেমান দিয়াবাতের দিকে হেড করেছিলেন মৌনজির কৌলিদিয়াতি। সোলেমান বল পায়ে রাখেননি, বাড়িয়ে দেন ইয়াসানের পায়ে। আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে একা পেয়ে এবার আর সুযোগ হাতছাড়া করেননি ইয়াসান।
গোল খেয়েই যেন নড়চড়ে উঠল আবাহনী। প্রথমার্ধের বাকি সময়টায় একের পর এক আক্রমণের ফল এল ৪১ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো। তাঁর শট মোহামেডান অধিনায়ক উরুও নাগাতার গায়ে লেগে দিক পাল্টে চলে যায় ডি-বক্সে থাকা কেভিন বেলফোর্টের পায়ে। হাইতিয়ান ফরোয়ার্ডকে ঠেকাতে এগিয়ে এসেছিলেন মোহামেডান গোলরক্ষক সুজন। অভিজ্ঞ এই স্ট্রাইকার সুজনের মাথার ওপর দিয়ে চিপে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের পাল্লাটা ভারী ছিল আবাহনীর দিকেই। ৫৫ মিনিটে মামুনুল ইসলামের দারুণ এক কর্নার শটে বল বাঁক খেয়ে জালে ঢোকার মুখে ফিরে আসে মোহামেডান খেলোয়াড়ের গায়ে লেগে। ৬৯ মিনিটে বেলফোর্টের শট বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ৩ মিনিট পরে ফাঁকায় দাঁড়িয়েও হেডে লক্ষ্যে খুঁজে পাননি আবাহনী স্ট্রাইকার সানডে চিজোবা।
ম্যাচের শেষদিকে আরেকটু হলেই দলকে ডোবাতে বসেছিলেন মোহামেডান গোলরক্ষক সুজন। পুরো ম্যাচ জুড়েই নড়বড়ে থাকা এই গোলরক্ষক ৮৫ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো তুলে দেন আবাহনীর মামুনুলের পায়ে। মামুনুলের নেওয়া শট পরে অবশ্য নিজেই ঠেকিয়েছেন তিনি। বাকি সময়টাতে আক্রমণের পসরা সাজিয়েও আর গোল পায়নি আবাহনী।
ঢাকা: জয়টা দুই চিরপ্রতিদ্বন্দ্বীরই খুব দরকার ছিল। এক দলের চাওয়া ছিল, জয় তুলে পরের মৌসুমে এএফসি কাপে খেলার রাস্তাটা আগেভাগে কণ্টকমুক্ত করা। আরেক দল চেয়েছিল, প্রতিপক্ষকে নামিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের কাছাকাছি থাকতে। কারও চাওয়া পুরোপুরি পূরণ হয়নি। ‘ঢাকা ডার্বি’খ্যাত চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান বিপিএল ফুটবল ম্যাচ ১-১ গোলে হয়েছে ড্র। এবারের বিপিএল ফুটবলের প্রথম দেখাতেও ২-২ গোলে ড্র করেছিল আবাহনী-মোহামেডান।
এই ড্রয়ে আবাহনীর চেয়ে বেশি লাভ হয়েছে মোহামেডানেরই। ১৬ ম্যাচে ২৯ পয়েন্টে চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে তাঁরা এখন পয়েন্ট টেবিলের চারে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট আবাহনী দুইয়ে থাকলেও আকাশি-নীলদের ঘাড়ে নিশ্বাস ফেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বর্তমান সূচি অনুযায়ী ২ জুলাই সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচ আছে শেখ জামালের। নিজেদের ১৬তম ম্যাচ জিতলেই আবাহনীকে টপকে টেবিলের দুইয়ে উঠে যাবে শফিকুল ইসলাম মানিকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচে আবাহনী পায়নি নিজেদের আক্রমণভাগের অন্যতম সেরা তিন খেলোয়াড়কে। সোহেল রানা, সাদ উদ্দিন ও নাবীব নেওয়াজ জীবন চোটে দলের বাইরে থাকায় তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষকেই পেয়েছিল আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। এগিয়ে গিয়েও ম্যাচ জয়ের ভালো সুযোগটা কাজে লাগাতে পারেনি সাদা-কালো শিবির। দলটির ১১ ফুটবলার মাত্রই করোনা সেরে ফিরেছেন, যার প্রভাব ছিল খেলাতেও।
যদিও শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ইঙ্গিত দিয়েছিল জমজমাট এক ম্যাচের। দ্বিতীয় মিনিট থেকে দুই দলের খেলোয়াড়রা একে অপরের ডি-বক্সে ঢুকলেন, শট নিলেন। কিন্তু জাল খুঁজে পেলেন না। ২০ মিনিটে খেলার প্রথম আক্রমণটা এল মোহামেডানের দিক থেকে। সলোমন দিয়াবাতের পাসে বেশ জোরের সঙ্গে শট নিয়েছিলেন ইয়াসান আওচিং। ক্যামেরুন স্ট্রাইকারের শটে আবাহনী গোলরক্ষক সোহেল হার মানলেও শন লেনের দল গোলবঞ্চিত হয় বল ক্রসবারে লাগলে।
১০ মিনিট পরই অবশ্য সেই আক্ষেপ মিটিয়েছেন ইয়াসান। ৩০ মিনিটে নিজেদের অর্ধ থেকে সোলেমান দিয়াবাতের দিকে হেড করেছিলেন মৌনজির কৌলিদিয়াতি। সোলেমান বল পায়ে রাখেননি, বাড়িয়ে দেন ইয়াসানের পায়ে। আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে একা পেয়ে এবার আর সুযোগ হাতছাড়া করেননি ইয়াসান।
গোল খেয়েই যেন নড়চড়ে উঠল আবাহনী। প্রথমার্ধের বাকি সময়টায় একের পর এক আক্রমণের ফল এল ৪১ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো। তাঁর শট মোহামেডান অধিনায়ক উরুও নাগাতার গায়ে লেগে দিক পাল্টে চলে যায় ডি-বক্সে থাকা কেভিন বেলফোর্টের পায়ে। হাইতিয়ান ফরোয়ার্ডকে ঠেকাতে এগিয়ে এসেছিলেন মোহামেডান গোলরক্ষক সুজন। অভিজ্ঞ এই স্ট্রাইকার সুজনের মাথার ওপর দিয়ে চিপে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের পাল্লাটা ভারী ছিল আবাহনীর দিকেই। ৫৫ মিনিটে মামুনুল ইসলামের দারুণ এক কর্নার শটে বল বাঁক খেয়ে জালে ঢোকার মুখে ফিরে আসে মোহামেডান খেলোয়াড়ের গায়ে লেগে। ৬৯ মিনিটে বেলফোর্টের শট বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ৩ মিনিট পরে ফাঁকায় দাঁড়িয়েও হেডে লক্ষ্যে খুঁজে পাননি আবাহনী স্ট্রাইকার সানডে চিজোবা।
ম্যাচের শেষদিকে আরেকটু হলেই দলকে ডোবাতে বসেছিলেন মোহামেডান গোলরক্ষক সুজন। পুরো ম্যাচ জুড়েই নড়বড়ে থাকা এই গোলরক্ষক ৮৫ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো তুলে দেন আবাহনীর মামুনুলের পায়ে। মামুনুলের নেওয়া শট পরে অবশ্য নিজেই ঠেকিয়েছেন তিনি। বাকি সময়টাতে আক্রমণের পসরা সাজিয়েও আর গোল পায়নি আবাহনী।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে