মেসিকে হত্যার হুমকি: ব্যবস্থা নেবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ২১: ৪৮
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০০: ০০

স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন এক সুপার মার্কেটে হামলার সময় দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে এমন হুমকি দেওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। দুই দিন পেরিয়ে যাওয়ার পর এবার সেই ঘটনার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

যত দ্রুত সম্ভব অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবেকে তিনি বলেছেন, ’বৃহস্পতিবার খুব বাজে এক সংবাদে আমার দিন শুরু হয়েছিল। সংবাদটি শোনার পর দ্রুতই পাবলো জাভকিনের (মেয়র) সঙ্গে যোগাযোগ করে বলি আমাদের ভিন্ন কিছু করতে হবে। আগেও অনেক কিছু করেছি, তবে স্পষ্টতই আমাদের আরও কিছু করতে হবে। সহিংসতা ও সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর হয়ে উঠেছে।’ 

গত পরশু দুর্বৃত্তরা মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওর এক সুপার শপে ১৪ রাউন্ড গুলি ছোড়ার পর চিরকুটে বিশ্বকাপজয়ী অধিনায়ককে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা চিরকুটে লিখেছিলেন, মেসি তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জ্যাভকিন একজন মাদক কারবারি। সে তোমাকে রক্ষা করতে পারবে না। 

তিন যুগ পর মেসির নেতৃত্বেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে নিজের আজন্ম স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে ফুটবলে অমরত্বও পেয়েছেন তিনি। গোল বা অন্যান্য পরিসংখ্যানে এখন শুধু নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সময় ফুটবল জাদুকরের। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় এলএম টেনের সময়ও এসেছে বুটজোড়া তুলে রাখার। শেষটা শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে করতে চান আগেই জানিয়েছেন তিনি। কিন্তু দুর্বৃত্তদের এমন ঘটনায় এখন প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন কি না সেটা দেখার বিষয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত