ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। কদিন পরই অবশ্য ফল নেগেটিভ আসে।
তবে পুরোপুরি সেরে উঠতে ও ফিটনেস ফিরে পেতে মেসিকে পর্যাপ্ত সময় দিতে বলেছিল তাঁর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে জাতীয় দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা অনেক আগেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
শতভাগ ফিট মেসি অবশেষে ফিরেছেন আর্জেন্টিনা দলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে বাঁধ সাধলে ৭ মিনিটেই পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
এ মাসের শেষ সপ্তাহে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য মেসিসহ ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসি ফিরছেন—ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন মুখদের নিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি।
এবারের দলের অন্যতম চমক গারাঞ্চো। ১৭ বছর বয়সী কিশোরের জন্ম স্পেনে, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। তবে মা আর্জেন্টাইন হওয়ায় সুযোগ পেয়েছেন আলবিসেলেস্তেদের দলে। আরেক কিশোর লুকা রোমেরোকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ডাক পেয়েছেন ভালেন্তিন ও ফ্রাঙ্কো কারবোনি। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে ডাক পেয়েছেন আরও একজন—জুভেন্টাসের মাতিয়াস সুলে। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা লুকাস বোয়েও আছেন এই তালিকায়।
আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। কদিন পরই অবশ্য ফল নেগেটিভ আসে।
তবে পুরোপুরি সেরে উঠতে ও ফিটনেস ফিরে পেতে মেসিকে পর্যাপ্ত সময় দিতে বলেছিল তাঁর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে জাতীয় দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা অনেক আগেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
শতভাগ ফিট মেসি অবশেষে ফিরেছেন আর্জেন্টিনা দলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে বাঁধ সাধলে ৭ মিনিটেই পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
এ মাসের শেষ সপ্তাহে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য মেসিসহ ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসি ফিরছেন—ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন মুখদের নিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি।
এবারের দলের অন্যতম চমক গারাঞ্চো। ১৭ বছর বয়সী কিশোরের জন্ম স্পেনে, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। তবে মা আর্জেন্টাইন হওয়ায় সুযোগ পেয়েছেন আলবিসেলেস্তেদের দলে। আরেক কিশোর লুকা রোমেরোকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ডাক পেয়েছেন ভালেন্তিন ও ফ্রাঙ্কো কারবোনি। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে ডাক পেয়েছেন আরও একজন—জুভেন্টাসের মাতিয়াস সুলে। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা লুকাস বোয়েও আছেন এই তালিকায়।
ভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৩ ঘণ্টা আগেতামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
৫ ঘণ্টা আগে