Ajker Patrika

এগিয়ে থেকেও জাপানি ক্লাবের কাছে হারল পিএসজি

ক্রীড়া ডেস্ক
এগিয়ে থেকেও জাপানি ক্লাবের কাছে হারল পিএসজি

এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা। 

১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন। 

পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত