ক্রীড়া ডেস্ক
এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে