ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগের দৃশ্য। ন্যু ক্যাম্পের আশপাশে বার্সেলোনার রাস্তায় সাদা জার্সি পরে হাজারো মানুষের মিছিল। এমন দৃশ্যে পড়ন্ত বিকেলে থতমত খেয়েছে বার্সেলোনাবাসী। পরে রাতের আলোয় খেয়েছে ধাক্কা! বার্সার মাঠ ন্যু ক্যাম্পকে নিজেদের ‘হোম ভেন্যু’ বানিয়ে জয়টা যেন রীতিমতো ছিনিয়ে নিয়ে গেছেন আইনট্রাখট ফ্রাংকফুর্টের এই ৩০ হাজার দর্শক।
দর্শকেরা কীভাবে জয় ছিনিয়ে নেয়—প্রশ্নটা কি আসছে না? যদি এসে থাকে, তাহলে সেই উত্তরটা দেওয়া হবে একটু পরেই। এবার আসা যাক বার্সেলোনার সমর্থকদের দিকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে ‘অধঃপতনের’ পর প্রথম লেগে ড্র করে পরের লেগে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা জয়কে যেন রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেলেছিল জাভি হার্নান্দেজের দল।
কোয়ার্টার ফাইনালে ফ্রাংকফুর্টের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের পর এবারও তাই হবে ভেবে বেশ রকম যেন নিশ্চিন্তেই ছিলেন বার্সা সমর্থকেরা। এমনকি অনেকে ইংল্যান্ডের টিকিটও কিনেছিলেন এই ভেবে যে সেমিফাইনালে লড়তে হবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। কেউ কেউ আবার বন্ধুত্বের নিদর্শন হিসেবে জার্মান অতিথিদের হাতে তুলে দিলেন ম্যাচের টিকিটও। কিন্তু কে জানত জার্মান লিগের মাঝারি মানের দল ফ্রাঙ্কফুর্টের কাছে নিজ মাঠে ৩-২ গোলে বিধ্বস্ত হবে বার্সা!
আবার ফিরে আসা যাক ফ্রাংকফুর্টের সমর্থকদের কাছে। কেন এই প্রসঙ্গ, সেটা বার্সা কোচ জাভির মুখ থেকেই শোনা যাক, ‘আমি কমপক্ষে ৭০-৮০ হাজার সমর্থক আশা করেছিলাম। কিন্তু এ রকম না। ক্লাব খতিয়ে দেখছে, কীভাবে এটা হলো।’ বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কৌতূহল, ‘বার্সার মাঠে এত জার্মান সমর্থক কীভাবে এল তাতে আমি বিস্মিত!’
গতকাল রাতে সত্যিকার পার্থক্য গড়েছেন জার্মানির এই সমর্থকেরাই। নিজ মাঠে বার্সা ফুটবলাররা শুনলেন দুয়ো, ফ্রাংকফুর্টের ফুটবলাররা পেলেন ভিনদেশে ঘরের ছোঁয়া। নিজ সমর্থকদের সমর্থনে ৬৭ মিনিটের বার্সার জালে গুনে গুনে তিন গোল দিল ফ্রাংকফুর্ট। স্বাগতিক ডিফেন্ডার এরিক গার্সিয়ার উপহার দেওয়া পেনাল্টি থেকে প্রথম গোলটা ৪ মিনিটে।
টানা ১৫ ম্যাচে অপরাজিত বার্সা যখন চেষ্টা করছে জেগে ওঠার, তখন ৩৬ মিনিটে ফিলিপ কোস্টিচের পাস থেকে ব্যবধান বড় করেন রাফায়েল বোর। দ্বিতীয় গোলের জোগানদাতা কোস্টিচই শেষে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ৬৭ মিনিটের গোলে।
বার্সা যদিও জাগল, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। ৮৪ মিনিটে সার্জিও বুস্কেটস ব্যবধান কমালেন ঠিকই, কিন্তু সেই গোল বাতিল করে দিয়েছে ভিএআর প্রযুক্তি। সেই বুস্কেটসেই অতিরিক্ত সময়ে একটা গোল শোধ দিলেন। দ্বিতীয় গোলটা এল শেষ বাঁশি বাজার একদম অন্তিম মুহূর্তের আগে, মেম্পিস ডেপাইয়ের পেনাল্টি গোল থেকে।
টানা জয় আর তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ পেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কি না বার্সা ফুটবলাররা, সেটা জানা যায়নি। নিজেদের সেরাটা দিতে পারেনি বলেই হেরেছে তাঁর দল, এমনটাই মন্তব্য কোচ জাভির। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, ভালো করতে পারিনি। এটা ভীষণ হতাশার। আমরা ভেবেছিলাম এই প্রতিযোগিতায় আমাদের সত্যি একটা আশা আছে। তবে ফ্রাংকফুর্টকে অভিনন্দন, তারা আসলেই এই জয়ের প্রাপ্য।’
ম্যাচের আগের দৃশ্য। ন্যু ক্যাম্পের আশপাশে বার্সেলোনার রাস্তায় সাদা জার্সি পরে হাজারো মানুষের মিছিল। এমন দৃশ্যে পড়ন্ত বিকেলে থতমত খেয়েছে বার্সেলোনাবাসী। পরে রাতের আলোয় খেয়েছে ধাক্কা! বার্সার মাঠ ন্যু ক্যাম্পকে নিজেদের ‘হোম ভেন্যু’ বানিয়ে জয়টা যেন রীতিমতো ছিনিয়ে নিয়ে গেছেন আইনট্রাখট ফ্রাংকফুর্টের এই ৩০ হাজার দর্শক।
দর্শকেরা কীভাবে জয় ছিনিয়ে নেয়—প্রশ্নটা কি আসছে না? যদি এসে থাকে, তাহলে সেই উত্তরটা দেওয়া হবে একটু পরেই। এবার আসা যাক বার্সেলোনার সমর্থকদের দিকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে ‘অধঃপতনের’ পর প্রথম লেগে ড্র করে পরের লেগে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা জয়কে যেন রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেলেছিল জাভি হার্নান্দেজের দল।
কোয়ার্টার ফাইনালে ফ্রাংকফুর্টের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের পর এবারও তাই হবে ভেবে বেশ রকম যেন নিশ্চিন্তেই ছিলেন বার্সা সমর্থকেরা। এমনকি অনেকে ইংল্যান্ডের টিকিটও কিনেছিলেন এই ভেবে যে সেমিফাইনালে লড়তে হবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। কেউ কেউ আবার বন্ধুত্বের নিদর্শন হিসেবে জার্মান অতিথিদের হাতে তুলে দিলেন ম্যাচের টিকিটও। কিন্তু কে জানত জার্মান লিগের মাঝারি মানের দল ফ্রাঙ্কফুর্টের কাছে নিজ মাঠে ৩-২ গোলে বিধ্বস্ত হবে বার্সা!
আবার ফিরে আসা যাক ফ্রাংকফুর্টের সমর্থকদের কাছে। কেন এই প্রসঙ্গ, সেটা বার্সা কোচ জাভির মুখ থেকেই শোনা যাক, ‘আমি কমপক্ষে ৭০-৮০ হাজার সমর্থক আশা করেছিলাম। কিন্তু এ রকম না। ক্লাব খতিয়ে দেখছে, কীভাবে এটা হলো।’ বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কৌতূহল, ‘বার্সার মাঠে এত জার্মান সমর্থক কীভাবে এল তাতে আমি বিস্মিত!’
গতকাল রাতে সত্যিকার পার্থক্য গড়েছেন জার্মানির এই সমর্থকেরাই। নিজ মাঠে বার্সা ফুটবলাররা শুনলেন দুয়ো, ফ্রাংকফুর্টের ফুটবলাররা পেলেন ভিনদেশে ঘরের ছোঁয়া। নিজ সমর্থকদের সমর্থনে ৬৭ মিনিটের বার্সার জালে গুনে গুনে তিন গোল দিল ফ্রাংকফুর্ট। স্বাগতিক ডিফেন্ডার এরিক গার্সিয়ার উপহার দেওয়া পেনাল্টি থেকে প্রথম গোলটা ৪ মিনিটে।
টানা ১৫ ম্যাচে অপরাজিত বার্সা যখন চেষ্টা করছে জেগে ওঠার, তখন ৩৬ মিনিটে ফিলিপ কোস্টিচের পাস থেকে ব্যবধান বড় করেন রাফায়েল বোর। দ্বিতীয় গোলের জোগানদাতা কোস্টিচই শেষে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ৬৭ মিনিটের গোলে।
বার্সা যদিও জাগল, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। ৮৪ মিনিটে সার্জিও বুস্কেটস ব্যবধান কমালেন ঠিকই, কিন্তু সেই গোল বাতিল করে দিয়েছে ভিএআর প্রযুক্তি। সেই বুস্কেটসেই অতিরিক্ত সময়ে একটা গোল শোধ দিলেন। দ্বিতীয় গোলটা এল শেষ বাঁশি বাজার একদম অন্তিম মুহূর্তের আগে, মেম্পিস ডেপাইয়ের পেনাল্টি গোল থেকে।
টানা জয় আর তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ পেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কি না বার্সা ফুটবলাররা, সেটা জানা যায়নি। নিজেদের সেরাটা দিতে পারেনি বলেই হেরেছে তাঁর দল, এমনটাই মন্তব্য কোচ জাভির। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, ভালো করতে পারিনি। এটা ভীষণ হতাশার। আমরা ভেবেছিলাম এই প্রতিযোগিতায় আমাদের সত্যি একটা আশা আছে। তবে ফ্রাংকফুর্টকে অভিনন্দন, তারা আসলেই এই জয়ের প্রাপ্য।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
১১ ঘণ্টা আগে