ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। হুয়ান লাপোর্তা বার্সা সভাপতি থাকার সময়ই ঘটে এমন ঘটনা। লা-লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস তাই লাপোর্তার পদত্যাগ চেয়েছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তেবাস মনে করেন, এই টাকার ব্যাপারে লাপোর্তাকে ব্যাখ্যা দেওয়া উচিত। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টকে লা লিগা প্রধান বলেন, ‘যদি লাপোর্তা ব্যাখ্যা না দিতে পারেন যে কেন এই টাকা দেওয়া হয়েছে, আমার মতে তার পদত্যাগ করা উচিত।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। হুয়ান লাপোর্তা বার্সা সভাপতি থাকার সময়ই ঘটে এমন ঘটনা। লা-লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস তাই লাপোর্তার পদত্যাগ চেয়েছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তেবাস মনে করেন, এই টাকার ব্যাপারে লাপোর্তাকে ব্যাখ্যা দেওয়া উচিত। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টকে লা লিগা প্রধান বলেন, ‘যদি লাপোর্তা ব্যাখ্যা না দিতে পারেন যে কেন এই টাকা দেওয়া হয়েছে, আমার মতে তার পদত্যাগ করা উচিত।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
ব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।
৬ ঘণ্টা আগেসাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা...
৬ ঘণ্টা আগেখেলোয়াড়দের দুঃসময়ে পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা খুবই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে বাবা-মা থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা, আত্মীয়স্বজন সবাই সেই খেলোয়াড়ের পাশে দাঁড়ান। বাবর আজমের বাবাও করেছেন এমন কিছু। তবে বাবরের বাবার কাজটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের...
৬ ঘণ্টা আগেদুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট চলছে পুরোপুরি ভিন্নভাবে। পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থতার গল্প লিখে চলেছে। অন্যদিকে ভারত খেলছে দাপট দেখিয়ে। দুই দলের ক্রিকেটের মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে, সেটা মোহাম্মদ হাফিজ বোঝাতে চেয়েছেন...
৮ ঘণ্টা আগে