Ajker Patrika

নারী ফুটবলার তৈরির কারিগরের বুকে চাপা কষ্ট

নাজিম আল শমষের, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৩৬
নারী ফুটবলার তৈরির কারিগরের বুকে চাপা কষ্ট

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অপ্রতিরোধ্য গতিতে ছুটেছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপে হ্যাটট্রিক শিরোপা জিতে হইচই ফেলে দিয়েছিল স্কুলটি। 

বহু সংগ্রাম আর নানা সমালোচনা গায়ে মেখে ফুটবলপাগল একদল কিশোরীকে নিয়ে দেশসেরা দল সাজিয়েছিলেন স্কুলের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন। একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি বইয়ের পাতায় উঠে এসেছে মফিজ উদ্দিনের সেই অবদানের কথাও। তবে নিজের চেয়ে ছাত্রীদের নিয়ে আজ তাঁর ভীষণ গর্ব, ‘আমাদের গ্রাম সম্পর্কে ছাত্রছাত্রীরা জানবে। খুব ভালো লাগছে।’ 

মারিয়া-সানজিদারা তাঁর হাতেই গড়াফোনে আজকের পত্রিকাকে যখন কথাটা বলছেন, মফিজ উদ্দিনের কণ্ঠে চাপা দীর্ঘশ্বাস। গ্রামের নারী ফুটবল নিয়ে যে স্বপ্নের বীজ তিনি বুনেছিলেন, সেই গাছটি বটবৃক্ষে রূপ নিলেও ছায়াটা আজ অন্যের দখলে। 

ক্ষোভ আর অভিমান থেকে ফুটবল থেকে দূরে সরে আছেন মারিয়া মান্দা-সানজিদা আক্তারদের বাল্যগুরু। কলসিন্দুর গ্রামের আরেকটি উজ্জ্বল প্রজন্ম কীভাবে তৈরি হবে, তা নিয়ে নেই আর কোনো স্বপ্ন, ‘আমি আর এসব নিয়ে ভাবি না। বইয়ে আমার নাম আছে কি না, তা-ও জানি না। আর ভাবতেও চাই না। কী দরকার আর এসব নিয়ে চিন্তা করে?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত