Ajker Patrika

ইতিহাসের পাতায় আর্জেন্টিনার আলভারেজ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ জুন ২০২৩, ১৩: ৩৫
ইতিহাসের পাতায় আর্জেন্টিনার আলভারেজ 

ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। 

ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ। 

দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে। 

এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী প্রথম আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজএক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার: 
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ) 
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) 
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ) 
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) 
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত