Ajker Patrika

সকালে মাঠে নামলেই রেকর্ড গড়বেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৪, ০৯: ০০
সকালে মাঠে নামলেই রেকর্ড গড়বেন মেসি

বাংলাদেশ সময় কাল সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। শিরোপার মুকুট ধরে রাখার অভিযানে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৬টায় উদ্বোধনী ম্যাচে তারা খেলবে উত্তর আমেরিকার দল কানাডার বিপক্ষে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড।

মাঠে নামলেই ৭০ বছরের রেকর্ড ভাঙবেন মেসি। কানাডার বিপক্ষে খেললে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আর্জেন্টাইন সুপারস্টার। ৩৪ ম্যাচ খেলে ১৯৫৩ সাল থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছেন চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন। ২০২১ সালের ফাইনাল ম্যাচ দিয়ে তাঁর পাশে বসেন মেসি। এবার এই রেকর্ড শুধুই নিজের করে নেওয়ার সুযোগ তাঁর সামনে।

মেসি খেলবেন সপ্তম কোপা আমেরিকা টুর্নামেন্ট। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি কোপায় খেলার রেকর্ড গড়বেন ইন্টার মায়ামি এই ফরোয়ার্ড। ৫টি গোল করলে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও গড়বেন। ৩৪ ম্যাচে তাঁর গোল ১৩টি। যৌথভাবে এখন তালিকার ৪ নম্বরে রয়েছেন। ১৭ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার নরবের্তো মেন্দেস ও ব্রাজিলের জিজিনিয়ো। মেন্দেস আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপার তিনটি শিরোপা।

৫৭টি হ্যাটট্রিক রয়েছে মেসির। কোপা আমেরিকায়ও হ্যাটট্রিকের রেকর্ড গড়ার সুযোগ আছে তাঁর। কোপায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ ফুটবলারের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। ২০১৬ কোপা আমেরিকায় পানামার বিপক্ষে করেছিলেন একটি হ্যাটট্রিক।

২০২১ কোপা আমেরিকায় অসাধারণ খেলেছিলেন মেসি। আর্জেন্টিনাকে ৩০ বছর পর কোনো ট্রফি জেতাতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও তুলেছিলেন নিজের হাতে। এবারও যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন, ইতিহাস গড়বেন কোপা আমেরিকায়। কোপার ১০৮ বছরের ইতিহাসে টানা দুই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের কীর্তি আর কোনো ফুটবলারের নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত