Ajker Patrika

ম্যানইউতে আবার ইতিহাস রচনা করব, রোনালদোর হুঙ্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকা
ম্যানইউতে আবার ইতিহাস রচনা করব, রোনালদোর হুঙ্কার

জুভেন্টাসকে বিদায় বলে এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। খবরটা কারও অজানা নয়। 

তবে জুভেন্টাসের সঙ্গে সমঝোতার পর রোনালদোর চুক্তি, চুক্তির শর্তাবলী, ভিসা আর স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো ছিল বাকি। 

আজ সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে ম্যানইউ। এখন থেকে রোনালদো আবার ‘রেড ডেভিল’। 

 ৩৬ বছর বয়সী ফুটবল নক্ষত্রকে দলে ভেড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি খরচ করেছে ১৫ মিলিয়ন ইউরো (১৫১ কোটি টাকার কাছাকাছি)। আনুষঙ্গিক খরচ ধরা হয়েছে আরও ৮ মিলিয়ন ইউরো (৮০ কোটি টাকারও বেশি)। 

ম্যানইউয়ের সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন রোনালদো। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে পর্তুগিজ মহাতারকার সামনে। 

সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানইউ লিখেছে, ‘রোনালদো ঘরে ফিরছে।’ 

চুক্তি শেষে ক্লাবের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘এই ক্লাবের জন্য আমার হৃদয়ে বিশেষ জায়গা বরাদ্দ রয়েছে। আবার পরিপূর্ণ ওল্ড ট্রাফোর্ডে খেলতে তর সইছে না। মাঠে নামতে মুখিয়ে আছি। আশা করি সফল একটি মৌসুম কাটবে।’ 

পরে ফেসবুকেও মনের কথাগুলো ব্যক্ত করেছেন রোনালদো, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা ভালো করেই জানেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা কখনোই ফুরোবে না। ওল্ড ট্রাফোর্ডে আমার প্রত্যাবর্তন বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়েছে, তা আমায় মুগ্ধ করেছে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’ 

তিনি আরও লিখেছেন, ‘এখানে এর আগে যত মৌসুম কাটিয়েছি, যত বার প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে এসেছি; তত বারই ভক্তদের ভালোবাসা পেয়েছি। গ্যালারিতে থাকা দর্শকরা শ্রদ্ধা জানিয়েছে। এটা ১০০% বিশুদ্ধ ভালোবাসার বহিঃপ্রকাশ।’ 

 ‘লিগ শিরোপা, পর্তুগাল জাতীয় দলে ডাক পাওয়া, চ্যাম্পিয়নস লিগ শিরোপা, গোল্ডেন বুট, ব্যালন ডি’অর–আমার সব প্রথমের সঙ্গে জড়িয়ে এই ক্লাব। অতীতে এখান থেকে ইতিহাস রচনা করেছি, ভবিষ্যতে আবার করব’-যোগ করেন রোনালদো। 

পোস্টের শেষ ভাগে রোনালদো চমক দিয়েছেন তাঁর মতো করেই। স্মরণ করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনকে। পুরোনো গুরুই যে তাঁকে ম্যানইউতে ফিরতে উদ্বুদ্ধ করেছেন! 

 ‘আমার উৎসে ফিরলাম। 
চলুন, আবার একসঙ্গে ঝাপিয়ে পড়ি! 
স্যার অ্যালেক্স, এই কথাগুলো আপনাকে বলছি …’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত