ক্রীড়া ডেস্ক
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে