Ajker Patrika

‘২০২৬ বিশ্বকাপ ফাইনাল খেলবে আফ্রিকা’

ক্রীড়া ডেস্ক
‘২০২৬ বিশ্বকাপ ফাইনাল খেলবে আফ্রিকা’

২০২২ ফুটবল বিশ্বকাপে আফ্রিকান দলগুলো দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ব্রাজিল, ফ্রান্স, স্পেনের মতো দলগুলো আফ্রিকানদের কাছে পরাস্ত হয়েছে। আফ্রিকানদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট আফ্রিকান ফুটবল ফেডারেশনের সভাপতি প্যাট্রিক মোসেপে। মোসেপে মনে করেন, আগামী বিশ্বকাপে আফ্রিকার দল ফাইনাল খেলবে। 

এবারের বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসের প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো ইউরোপিয়ান দলগুলোকে হারিয়েছিল ‘অ্যাটলাস সিংহরা।’ তাছাড়া তিউনিসিয়া হারিয়েছিল ফ্রান্সকে এবং ক্যামেরুনের কাছে হেরেছিল ব্রাজিল। 

মরক্কোর পারফরম্যান্সের সঙ্গে তিউনিসিয়া, ক্যামেরুনের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন মোসেপে। সামনের বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর ফাইনাল দেখার সম্ভাবনা তিনি দেখছেন। সিএএফ সভাপতি বলেন, ‘মরক্কো এবারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে এবং আমি আশাবাদী যে আগামী বিশ্বকাপে আফ্রিকার দল আরও অনেক দূর যাবে। সিএএফের প্রধান লক্ষ্য হচ্ছে, আফ্রিকান কোনো দেশের বিশ্বকাপ জেতা। কমপক্ষে ১০ দল আছে যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে এবং বিশ্বকাপ জিততে পারে। ক্যামেরুন এবং তিউনিশিয়া যা অর্জন করেছে তাতে আমরা গর্বিত। এরা এবং অন্যান্য আফ্রিকার দলগুলোর মরক্কোর থেকে শেখা উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত