নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাটা হাত ফসকে গিয়েছিল অল্পের জন্য। সেই আক্ষেপ দূর করার সুযোগ পেলেন চার বছর পরই। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আবারও ফাইনালে উঠলেন বাংলাদেশি শুটার আবদুল্লাহ হেল বাকি। পরিস্থিতি এমন, অলৌকিক কিছু না হলে এবার আর সোনা হাতছাড়া হচ্ছে না তাঁর। কিন্তু শেষ শটে সেই ভুলটাই করলেন বাকি। সোনার হাতছানি পেতে পেতেও টানা দ্বিতীয়বারের মতো রুপার পদক নিয়ে ফিরতে হলো দেশসেরা শুটারকে।
তিন বছর পর আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টে যাচ্ছেন বাকি। এবারের চ্যালেঞ্জ কমনওয়েলথের চেয়েও বড়। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের একমাত্র ভরসা হয়ে টোকিও অলিম্পিকে লড়বেন কমনওয়েলথ গেমসে দুই রুপা ও এক ব্রোঞ্জজয়ী শুটার। ২৫ জুলাই টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নামার আগে বাকি খুঁজছেন তিন
বছর আগে কমনওয়েলথের ফাইনালে করা সেই ভুলের কারণ!
‘ঠিক কী কারণে আমার শেষ শটটা লক্ষ্যভেদ করেনি, ভুল শোধরাতে অনেক কাজ করেছি। মনোযোগের অভাবেই হোক আর যে কারণেই হোক; আসলে ঠিক কী কারণ ছিল কোচদের জিজ্ঞেস করেছি। দিনের পর দিন কাজ করেছি। এবার আশাবাদী। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে আর সেই ভুল হবে না। খেলতে নামলেই বুঝব আসলে কতটা উন্নতি করেছি।’ টোকিও যাওয়ার আগে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাকি।
বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন ছয় অ্যাথলেট। তিরন্দাজ রোমান সানা বাদে বাকি পাঁচ অ্যাথলেট অলিম্পিকে খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। বাংলাদেশ দলে বাকিই একমাত্র অ্যাথলেট, যাঁর আছে ২০১৬ রিও অলিম্পিকে খেলার অভিজ্ঞতা। সেবার কোয়ালিফায়ারে ৬২১.২ স্কোর গড়ে ফাইনালে ওঠা হয়নি বাকির।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে এবারের অলিম্পিকে বাংলাদেশকে প্রথম পদকের স্বপ্ন দেখাচ্ছে আর্চারি। খানিকটা আড়ালে থেকেই দেশে অলিম্পিকের প্রস্তুতি সেরেছেন বাকি। অলিম্পিকের প্রস্তুতি নিতে চেয়েছিলেন জার্মানি। দেশের লকডাউনে সেই পরিকল্পনা কাজে লাগানো যায়নি।
নিজ দেশে যতটুকু অনুশীলন করেছেন অলিম্পিকের মঞ্চে সেই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলেই খুশি বাকি। বলছেন, ‘অবশ্যই স্বপ্ন বড়। তবে অলিম্পিকে পদক নিয়ে চিন্তা করছি না। আমার চিন্তা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে। অনুশীলনে যে স্কোরটা গড়ি, সেটা ধরে রাখতে পারলেই ফাইনালে খেলতে পারব। জার্মানি যেতে পারিনি, আফসোস নেই। নিজের দক্ষতা অনুযায়ী স্কোর গড়তে পারলেই কাজ হয়ে যাবে।’
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাটা হাত ফসকে গিয়েছিল অল্পের জন্য। সেই আক্ষেপ দূর করার সুযোগ পেলেন চার বছর পরই। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আবারও ফাইনালে উঠলেন বাংলাদেশি শুটার আবদুল্লাহ হেল বাকি। পরিস্থিতি এমন, অলৌকিক কিছু না হলে এবার আর সোনা হাতছাড়া হচ্ছে না তাঁর। কিন্তু শেষ শটে সেই ভুলটাই করলেন বাকি। সোনার হাতছানি পেতে পেতেও টানা দ্বিতীয়বারের মতো রুপার পদক নিয়ে ফিরতে হলো দেশসেরা শুটারকে।
তিন বছর পর আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টে যাচ্ছেন বাকি। এবারের চ্যালেঞ্জ কমনওয়েলথের চেয়েও বড়। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের একমাত্র ভরসা হয়ে টোকিও অলিম্পিকে লড়বেন কমনওয়েলথ গেমসে দুই রুপা ও এক ব্রোঞ্জজয়ী শুটার। ২৫ জুলাই টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নামার আগে বাকি খুঁজছেন তিন
বছর আগে কমনওয়েলথের ফাইনালে করা সেই ভুলের কারণ!
‘ঠিক কী কারণে আমার শেষ শটটা লক্ষ্যভেদ করেনি, ভুল শোধরাতে অনেক কাজ করেছি। মনোযোগের অভাবেই হোক আর যে কারণেই হোক; আসলে ঠিক কী কারণ ছিল কোচদের জিজ্ঞেস করেছি। দিনের পর দিন কাজ করেছি। এবার আশাবাদী। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে আর সেই ভুল হবে না। খেলতে নামলেই বুঝব আসলে কতটা উন্নতি করেছি।’ টোকিও যাওয়ার আগে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাকি।
বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন ছয় অ্যাথলেট। তিরন্দাজ রোমান সানা বাদে বাকি পাঁচ অ্যাথলেট অলিম্পিকে খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। বাংলাদেশ দলে বাকিই একমাত্র অ্যাথলেট, যাঁর আছে ২০১৬ রিও অলিম্পিকে খেলার অভিজ্ঞতা। সেবার কোয়ালিফায়ারে ৬২১.২ স্কোর গড়ে ফাইনালে ওঠা হয়নি বাকির।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে এবারের অলিম্পিকে বাংলাদেশকে প্রথম পদকের স্বপ্ন দেখাচ্ছে আর্চারি। খানিকটা আড়ালে থেকেই দেশে অলিম্পিকের প্রস্তুতি সেরেছেন বাকি। অলিম্পিকের প্রস্তুতি নিতে চেয়েছিলেন জার্মানি। দেশের লকডাউনে সেই পরিকল্পনা কাজে লাগানো যায়নি।
নিজ দেশে যতটুকু অনুশীলন করেছেন অলিম্পিকের মঞ্চে সেই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলেই খুশি বাকি। বলছেন, ‘অবশ্যই স্বপ্ন বড়। তবে অলিম্পিকে পদক নিয়ে চিন্তা করছি না। আমার চিন্তা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে। অনুশীলনে যে স্কোরটা গড়ি, সেটা ধরে রাখতে পারলেই ফাইনালে খেলতে পারব। জার্মানি যেতে পারিনি, আফসোস নেই। নিজের দক্ষতা অনুযায়ী স্কোর গড়তে পারলেই কাজ হয়ে যাবে।’
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
২৩ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১১ ঘণ্টা আগে