Ajker Patrika

টেলিগ্রামে ভয়েস ট্রান্সক্রিপশন ব্যবহার করা যাবে বিনা মূল্যে

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৪
টেলিগ্রামে ভয়েস ট্রান্সক্রিপশন ব্যবহার করা যাবে বিনা মূল্যে

টেলিগ্রামে সাবস্ক্রিপশন ছাড়াই বিনা মূল্যে ব্যবহার করা যাবে ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার। এর মাধ্যমে ভয়েস ও ভিডিও মেসেজকে টেক্সটে রূপান্তর করা যায়। অডিওকে অন্য ভাষায় অনুবাদ করারও সুবিধা দেয় এই ফিচার। 

এর আগে শুধু টেলিগ্রামের প্রিমিয়াম গ্রাহকেরা ফিচারটি ব্যবহার করতে পারত। এই সপ্তাহ থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের টেলিগ্রামের সব গ্রাহকের জন্য সুবিধাটি দেওয়া হবে। 

প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ট্রান্সক্রিপশন ফিচার সীমাহীনভাবে ব্যবহার করতে পারে। তবে বিনা মূল্যে ব্যবহারে শর্ত বেঁধে দিয়েছে টেলিগ্রাম। এক্ষেত্রে ব্যবহারকারীরা সপ্তাহে শুধু দুটি মেসেজ ট্রান্সক্রাইব করতে পারবেন। 

এটি এমন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে, যেখানে আপনি উচ্চ স্বরে অডিও শুনতে পারবেন না। যেমন কোনো মিটিংয়ে থাকা অবস্থায়। টেলিগ্রাম বলছে, ফিচারটি ধীরে ধীরে সব গ্রাহকের জন্য ছাড়া হবে। 

সিমিলার চ্যানেল’ নামের আরেক ফিচার যুক্ত করছে টেলিগ্রাম। ছবি: টেলিগ্রামএই সপ্তাহে টেলিগ্রাম নতুন কতগুলো ফিচার যুক্ত করেছে। ‘সিমিলার চ্যানেল’ এর মধ্যে উল্লেখযোগ্য। এর মাধ্যমে গ্রাহকদের সম্পৃক্ততার ভিত্তিতে কিছু চ্যানেলের তালিকা দেখাবে টেলিগ্রাম। সাবস্ক্রাইবারের প্রবণতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তালিকাটি তৈরি হবে। ফলে চ্যাট করার সময় গ্রাহকেরা চ্যানেলে সমমনা ব্যক্তিদের খুঁজে পাবে। 

নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে টেলিগ্রামে। এই ফিচারের মাধ্যমে পছন্দের চ্যানেলের স্টোরিগুলো নিজের পেজে পোস্ট করা যাবে। কনটেন্টগুলোর সঙ্গে নতুন করে টেক্সট, ভিডিও ও অডিও যুক্ত করার সুবিধা থাকবে। 

এখন থেকে টেলিগ্রামের প্রিমিয়াম গ্রাহকেরা প্রতিটি চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা অনন্য রং ও কাস্টম লোগো যুক্ত করে নিজেদের পেজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। 

আইওএস ব্যবহারকারীদের জন্য এক মজাদার অ্যানিমেশন যুক্ত করেছে টেলিগ্রাম। সময়সীমা বেঁধে দেওয়া মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিটের সময় ‘থেনোস’ চরিত্রের একটি অ্যানিমেশন দেখা যাবে। 

টেলিগ্রামের ব্লগ থেকে আপডেটগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত