অনলাইন ডেস্ক
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে...
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায়, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্
৩ ঘণ্টা আগেআইফোন ১৮ মডেলের এ২০ চিপে অ্যাপল প্রথমবারের মতো টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কু। এর ফলে আগামী বছরের আইফোন ১৮ মডেলগুলোতে চিপ আর্কিটেকচারের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। তবে আইফোন ১৮-এর সব মডেলে অ্যাপল ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যব
৫ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডট) ব্যর্থতার কারণে দেশে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি সাইট বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে