Ajker Patrika

ফ্রিল্যান্সিং শিখবেন কীভাবে

প্রযুক্তি ডেস্ক
ফ্রিল্যান্সিং শিখবেন কীভাবে

ফ্রিল্যান্সিং শেখা বলতে অনলাইনে এক বা একাধিক ধরনের ওপর দক্ষ হয়ে ওঠা বোঝায়। তাই ফ্রিল্যান্সিং এর কাজের ধরন নির্বাচন করুন ও সেই বিষয়ে যথাসম্ভব সম্পূর্ণ দক্ষতা অর্জনের চেষ্টা করুন। অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাপ ডেভেলপমেন্ট, কনসালটিং, ই-লার্নিং, গ্রাফিকস ডিজাইন, ফটোগ্রাফি ফ্রিল্যান্সিং, ভিডিওগ্রাফি, ওয়েব ডেভেলপমেন্ট, লেখালেখি ফ্রিল্যান্সিং প্রভৃতি হচ্ছে ফ্রিল্যান্সিং এর অন্যতম বিষয়বস্তু। 

ফ্রিল্যান্সিং এর জন্য স্কিল অর্জন করতে কি করতে হবে? এই ব্যাপারটি অনেকটাই সহজ। বর্তমানে ইন্টারনেট এতটাই তথ্য রয়েছে যে ফ্রিল্যান্সিংসহ যেকোনো বিষয়ে সার্চ করলে খুব সহজেই অসংখ্য ফ্রি কোর্স ও গাইড পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউব থেকে খুব সহজেই বিনা মূল্যে শিখে অর্জন করা যাবে যেকোনো ফ্রিল্যান্সিং করার জন্য দক্ষতা। 

বিনা মূল্যে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং এর স্কিল অর্জন করার পাশাপাশি আপনি যদি কম সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে চান ও পাশাপাশি কিছু অর্থ ব্যয় করতে দ্বিধাবোধ না করেন, সেক্ষেত্রে ইউডেমি, স্কিলশেয়ার ইত্যাদি অনলাইন কোর্স এর ওয়েবসাইট বেশ কাজে আসবে। এসব ওয়েবসাইট খুব অল্প সাবস্ক্রিপশন ফি কিংবা বিনা মূল্যে মানসম্মত সব বিষয়ভিত্তিক কোর্স অফার করে থাকে। 

আপনার সময় ও বিনিয়োগ এর ওপর ভিত্তি করে কীভাবে ফ্রিল্যান্সিং শিখতে চান সেই বিষয়টি আগে নিশ্চিত করুন। এরপর আপনার সুবিধা অনুযায়ী এক বা একাধিক ফ্রিল্যান্সিং স্কিল বা দক্ষতা অর্জনের কাজে নেমে পড়ুন। স্কিল অর্জন করার কাজ হয়ে গেলে এবার ফ্রিল্যান্সিং সাইট গুলোতে আপনার কাজ পাওয়ার মিশনে নেমে পড়তে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত