অনলাইন ডেস্ক
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১৫ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১ দিন আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১ দিন আগে