অনলাইন ডেস্ক
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে