অনলাইন ডেস্ক
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি থাকার কথা স্বীকার করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এই ত্রুটির কারণে কম্পিউটারের অডিও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। শুধু উইন্ডোজ ১১-এ নয়, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদেরও প্রভাবিত করছে এই সমস্যা।
জানুয়ারির শুরুতে একটি আপডেটের পর ত্রুটিটি পিসিগুলোতে দেখা দিয়েছে। এটি প্রধানত সেই ব্যবহারকারীদের প্রভাবিত করছে, যাঁরা ইউএসবি দ্বারা সংযুক্ত অডিও ডিএনসি (ডিজিটাল-টু-অ্যানালগ কনভারটার) ব্যবহার করছেন। তবে সর্বশেষ আপডেটটি ইনস্টল করলেও এসব পিসিতে এই সমস্যা দেখা যাচ্ছে।
ত্রুটিটি সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, এই নিরাপত্তা আপডেটটি ইনস্টল করার পর ইউএসবি অডিও ডিভাইসগুলোতে সমস্যা হতে পারে। ইউএসবি ১.০ অডিও ড্রাইভারভিত্তিক ডিএসি ব্যবহার করা হলে এই সমস্যা আরও বেশি হতে পারে।
উল্লেখ্য, ডিএসি একটি ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল হিসেবে রূপান্তর করে। পিসিতে হেডফোন বা স্পিকার যুক্ত করলে এটি ব্যবহারকারীকে অডিও শুনতে সাহায্য করে।
ডিএসি এটি উচ্চমানের অডিও প্রদান করে এবং হোম অডিও সেটআপে এগুলো ব্যবহার করা হয়। পেশাদার মিউজিশিয়ানরা রেকর্ডিং এবং মিউজিক প্রোডাকশনে ডিএসি ব্যাপকভাবে ব্যবহার করেন।
এই সমস্যা শুধু উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২, ২৩ এইচ ২ এবং ২২ এইচ ২ সংস্করণের অপারেটিং সিস্টেমে দেখা গেছে। সেই সঙ্গে উইন্ডোজ ১০ পিসিতেও এই সমস্যা দেখা গেছে।
এখন পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। তবে মাইক্রোসফট দাবি করেছে যে তারা একটি সমাধান নিয়ে কাজ করছে এবং শিগগিরই একটি নতুন আপডেট দেবে।
আপাতত সমস্যাটি এড়াতে হলে এক্সটার্নাল ডিএসি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বা অডিও ডিভাইসটি সরাসরি পিসিতে যুক্ত করতে হবে।
সমস্যাটি বেশ অস্বাভাবিক। কারণ জানুয়ারির আপডেটটি কোনো নতুন ফিচার আনে না, বরং শুধু নিরাপত্তাবিষয়ক সংশোধন আনা হয়েছিল। তাই আপডেটটি মাইক্রোসফটের জন্য একটি অপ্রত্যাশিত বিঘ্ন সৃষ্টি করেছে।
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য এই ধরনের ত্রুটিগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষত ২৪ এইচ ২ সংস্করণে। কারণ আগে থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সংস্করণের ব্যবহারকারীরা। তবে আশা করা হচ্ছে, মাইক্রোসফট শিগগিরই এর সমাধান বের করবে এবং সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে।
তথ্যসূত্র: টেকরেডার
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি থাকার কথা স্বীকার করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এই ত্রুটির কারণে কম্পিউটারের অডিও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। শুধু উইন্ডোজ ১১-এ নয়, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদেরও প্রভাবিত করছে এই সমস্যা।
জানুয়ারির শুরুতে একটি আপডেটের পর ত্রুটিটি পিসিগুলোতে দেখা দিয়েছে। এটি প্রধানত সেই ব্যবহারকারীদের প্রভাবিত করছে, যাঁরা ইউএসবি দ্বারা সংযুক্ত অডিও ডিএনসি (ডিজিটাল-টু-অ্যানালগ কনভারটার) ব্যবহার করছেন। তবে সর্বশেষ আপডেটটি ইনস্টল করলেও এসব পিসিতে এই সমস্যা দেখা যাচ্ছে।
ত্রুটিটি সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, এই নিরাপত্তা আপডেটটি ইনস্টল করার পর ইউএসবি অডিও ডিভাইসগুলোতে সমস্যা হতে পারে। ইউএসবি ১.০ অডিও ড্রাইভারভিত্তিক ডিএসি ব্যবহার করা হলে এই সমস্যা আরও বেশি হতে পারে।
উল্লেখ্য, ডিএসি একটি ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল হিসেবে রূপান্তর করে। পিসিতে হেডফোন বা স্পিকার যুক্ত করলে এটি ব্যবহারকারীকে অডিও শুনতে সাহায্য করে।
ডিএসি এটি উচ্চমানের অডিও প্রদান করে এবং হোম অডিও সেটআপে এগুলো ব্যবহার করা হয়। পেশাদার মিউজিশিয়ানরা রেকর্ডিং এবং মিউজিক প্রোডাকশনে ডিএসি ব্যাপকভাবে ব্যবহার করেন।
এই সমস্যা শুধু উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২, ২৩ এইচ ২ এবং ২২ এইচ ২ সংস্করণের অপারেটিং সিস্টেমে দেখা গেছে। সেই সঙ্গে উইন্ডোজ ১০ পিসিতেও এই সমস্যা দেখা গেছে।
এখন পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। তবে মাইক্রোসফট দাবি করেছে যে তারা একটি সমাধান নিয়ে কাজ করছে এবং শিগগিরই একটি নতুন আপডেট দেবে।
আপাতত সমস্যাটি এড়াতে হলে এক্সটার্নাল ডিএসি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বা অডিও ডিভাইসটি সরাসরি পিসিতে যুক্ত করতে হবে।
সমস্যাটি বেশ অস্বাভাবিক। কারণ জানুয়ারির আপডেটটি কোনো নতুন ফিচার আনে না, বরং শুধু নিরাপত্তাবিষয়ক সংশোধন আনা হয়েছিল। তাই আপডেটটি মাইক্রোসফটের জন্য একটি অপ্রত্যাশিত বিঘ্ন সৃষ্টি করেছে।
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য এই ধরনের ত্রুটিগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষত ২৪ এইচ ২ সংস্করণে। কারণ আগে থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সংস্করণের ব্যবহারকারীরা। তবে আশা করা হচ্ছে, মাইক্রোসফট শিগগিরই এর সমাধান বের করবে এবং সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে।
তথ্যসূত্র: টেকরেডার
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
২ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৩ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৩ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৩ দিন আগে