অনলাইন ডেস্ক
একাধিক প্রক্রিয়ায় উইন্ডোজ কম্পিউটারের বিভিন্ন ওয়েবপেজের পেজের স্ক্রিনশট নেওয়া যায়। তবে এর মধ্যে বেশির ভাগ প্রক্রিয়াই স্ক্রিনে যতটুকু দেখা যায়, ততটুকু অংশেরই স্ক্রিনশট নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ওয়েবপেজে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিভিন্ন ওয়েব ব্রাউজারের ফিচার বা অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে পছন্দের মতো ওয়েব ব্রাউজার ও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারেন। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে কীভাবে এ ধরনের স্ক্রিনশট তোলা হয় তা তুলে ধরা হলো—
মাইক্রোসফট এজ মাধ্যমে
উইন্ডোজ কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফট এজ। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. এজ ব্রাউজারে ডান পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘ওয়েব ক্যাপচার’ অপশনে ট্যাপ করুন।
২. একটি স্বচ্ছ মেনু অপশনে কতগুলো স্ক্রিনশট নেওয়ার অপশন দেখা যাবে। এর মধ্য থেকে ‘ক্যাপচার ফুল পেজ’ অপশনে ক্লিক করুন।
৩. নতুন একটি স্ক্রলিং উইন্ডো চালু হবে। এর মধ্যে সম্পূর্ণ পেজে কনটেন্ট দেখা যাবে। কারসর দিয়ে টেনে স্ক্রিনশট নিতে হবে। এরপর এটি এডিট, সেভ, কপি বা সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার করা যাবে।
৪. ‘সেভ’ আইকোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটি ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে
কোনো এক্সটেনশন ছাড়া ফায়ারফক্স ব্রাউজারে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ব্রাউজার থেকে যে পেজটির সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন, সেই পেজে প্রবেশ করুন। ডান পাশের ওপরে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। মেনু চালু হলে এর থেকে ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর কাস্টমাইজ টুলবার অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘স্ক্রিনশট’ আইকোন (কাঁচির মতো আইকোন) খুঁজে বের করুন এবং মাউসের কারসর দিয়ে ক্লিক করে টেনে টুলবার মেনুতে নিয়ে আসুন। আর টুলবার মেনুতে না রাখতে চাইলে ‘ওভারফ্লো মেনু’তে টেনে আনুন।
৩. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন। ফলে টুলবার থেকে থেকে স্ক্রিনশট বাটনটি সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারবেন।
৪. এখন যে পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে চান, সেই পেজে প্রবেশ করুন। এরপর স্ক্রিনশট আইকোনে ক্লিক করুন। এরপর ডান পাশে ওপরে থাকা ‘সেভ ফুল পে’তে ক্লিক করুন।
গুগল ক্রোমের মাধ্যমে
গুগল ক্রোমের ‘ডেভেলপার টুলস’ ব্যবহার করে সহজেই পুরো স্ক্রিনের স্ক্রিনশট তোলা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডান পাশের নিচের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। এরপর ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর ‘ডেভেলপার টুলস’-এ ক্লিক করুন।
২. এরপর একটি মেনু চালু হবে। এর থেকে ডান পাশের ওপরের দিকে থাকার সেটিংস আইকোনের পাশে ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। এরপর ‘Run command’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Run > Screenshot’ টাইপ করুন। এরপর ফলাফলগুলো থেকে ‘Capture full size screenshot’ অপশনটি বাছাই করুন।
৪. ওয়েবপেজটি স্ক্রিনশট ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
ব্রাউজারগুলোতে ‘GoFullPage’-এর মতো এক্সটেনশন ডাউনলোড করেও স্ক্রিনশট নেওয়া যায়। এ ছাড়া থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেও সম্পূর্ণ পেজে স্ক্রিনশট নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে।
একাধিক প্রক্রিয়ায় উইন্ডোজ কম্পিউটারের বিভিন্ন ওয়েবপেজের পেজের স্ক্রিনশট নেওয়া যায়। তবে এর মধ্যে বেশির ভাগ প্রক্রিয়াই স্ক্রিনে যতটুকু দেখা যায়, ততটুকু অংশেরই স্ক্রিনশট নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ওয়েবপেজে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিভিন্ন ওয়েব ব্রাউজারের ফিচার বা অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে পছন্দের মতো ওয়েব ব্রাউজার ও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারেন। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে কীভাবে এ ধরনের স্ক্রিনশট তোলা হয় তা তুলে ধরা হলো—
মাইক্রোসফট এজ মাধ্যমে
উইন্ডোজ কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফট এজ। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. এজ ব্রাউজারে ডান পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘ওয়েব ক্যাপচার’ অপশনে ট্যাপ করুন।
২. একটি স্বচ্ছ মেনু অপশনে কতগুলো স্ক্রিনশট নেওয়ার অপশন দেখা যাবে। এর মধ্য থেকে ‘ক্যাপচার ফুল পেজ’ অপশনে ক্লিক করুন।
৩. নতুন একটি স্ক্রলিং উইন্ডো চালু হবে। এর মধ্যে সম্পূর্ণ পেজে কনটেন্ট দেখা যাবে। কারসর দিয়ে টেনে স্ক্রিনশট নিতে হবে। এরপর এটি এডিট, সেভ, কপি বা সঙ্গে সঙ্গে অনলাইনে শেয়ার করা যাবে।
৪. ‘সেভ’ আইকোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটি ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে
কোনো এক্সটেনশন ছাড়া ফায়ারফক্স ব্রাউজারে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়। সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ব্রাউজার থেকে যে পেজটির সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন, সেই পেজে প্রবেশ করুন। ডান পাশের ওপরে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। মেনু চালু হলে এর থেকে ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর কাস্টমাইজ টুলবার অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘স্ক্রিনশট’ আইকোন (কাঁচির মতো আইকোন) খুঁজে বের করুন এবং মাউসের কারসর দিয়ে ক্লিক করে টেনে টুলবার মেনুতে নিয়ে আসুন। আর টুলবার মেনুতে না রাখতে চাইলে ‘ওভারফ্লো মেনু’তে টেনে আনুন।
৩. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন। ফলে টুলবার থেকে থেকে স্ক্রিনশট বাটনটি সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারবেন।
৪. এখন যে পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে চান, সেই পেজে প্রবেশ করুন। এরপর স্ক্রিনশট আইকোনে ক্লিক করুন। এরপর ডান পাশে ওপরে থাকা ‘সেভ ফুল পে’তে ক্লিক করুন।
গুগল ক্রোমের মাধ্যমে
গুগল ক্রোমের ‘ডেভেলপার টুলস’ ব্যবহার করে সহজেই পুরো স্ক্রিনের স্ক্রিনশট তোলা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডান পাশের নিচের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। ফলে একটি মেনু চালু হবে। এরপর ‘মোর টুলস’ অপশনে ক্লিক করুন, এরপর ‘ডেভেলপার টুলস’-এ ক্লিক করুন।
২. এরপর একটি মেনু চালু হবে। এর থেকে ডান পাশের ওপরের দিকে থাকার সেটিংস আইকোনের পাশে ‘তিন ডট’ আইকোনে ক্লিক করুন। এরপর ‘Run command’ অপশনে ক্লিক করুন।
৩. ‘Run > Screenshot’ টাইপ করুন। এরপর ফলাফলগুলো থেকে ‘Capture full size screenshot’ অপশনটি বাছাই করুন।
৪. ওয়েবপেজটি স্ক্রিনশট ডাউনলোড ফোল্ডারে সেভ হবে।
ব্রাউজারগুলোতে ‘GoFullPage’-এর মতো এক্সটেনশন ডাউনলোড করেও স্ক্রিনশট নেওয়া যায়। এ ছাড়া থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেও সম্পূর্ণ পেজে স্ক্রিনশট নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৩৫ মিনিট আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে