নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বেসিস সফটএক্সপো–২০২৩। এবার এই প্রদর্শনীর স্লোগান ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’। এ মাসের ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।
এবারের মেলায় ২০৪টি প্রতিষ্ঠান সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শন করছে। তাদের একটি ই-ট্র্যাকার সলিউশন। ই–ট্র্যাকার হল -১, জোন- বি, স্টল- ২৫–এ তাদের চারটি আইটি সেবার প্রদর্শনী করছে।
এ গুলোর মধ্যে সেলস অ্যাসিস্ট্যান্ট: সেলস ফোর্স এবং সেলস অর্ডার ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন; পোলট্রি প্রো: পোলট্রি শিল্পের সব কার্যক্রমের পাশাপাশি ভ্যাকসিন সিডিউল মেইনটেন এবং এফসিআর, লেয়ার লাইফ সাইকেল, ব্রয়লার লাইফ সাইকেলসহ বিশেষায়িত সব প্রতিবেদন একটি মোবাইল অ্যাপ থেকে পাওয়া। সুপারকাপ: কাস্টমার/ইনফ্লুয়েনসারকে কোম্পানির প্রতি অনুগত রাখা, দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন, কোম্পানির ব্র্যান্ডিং, প্রমোশনাল অফার ইত্যাদি কার্যক্রম পরিচালনা। এইচআর টেলিস্কোপ: কমপ্লিট এইচআর সলিউশন।
মেলায় দর্শনার্থীরা খুব আগ্রহের সঙ্গে ই–ট্র্যাকারের সেবাগুলো সম্পর্কে জানছে, দেখছে। ইনস্টলেশন খরচের ওপর ৫০ শতাংশ মূল্যছাড়, ওয়ান টাইম সেল–এর ক্ষেত্রে ২৫ শতাংশ মূল্যছাড় এবং প্রথম মাস ফ্রি ইউজের মতো চমৎকার সব অফার আকর্ষণের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ই-ট্র্যাকার সলিউশনের কর্ণধার সাখাওয়াত রনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রি উদ্ভাবনী প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হোক, আইটি সেবা গ্রহণ করে কাজগুলো সহজ করার পাশাপাশি ব্যবসায়ে সাফল্য বয়ে নিয়ে আসুক। তাদের সাফল্যেই এগিয়ে যাবে দেশ। এ ক্ষেত্রে আইটি সেবা গ্রহণে আমাদের পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখা সম্ভব আমরা তার সর্বোচ্চটা দিতে প্রস্তুত আছি।’
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বেসিস সফটএক্সপো–২০২৩। এবার এই প্রদর্শনীর স্লোগান ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’। এ মাসের ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।
এবারের মেলায় ২০৪টি প্রতিষ্ঠান সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শন করছে। তাদের একটি ই-ট্র্যাকার সলিউশন। ই–ট্র্যাকার হল -১, জোন- বি, স্টল- ২৫–এ তাদের চারটি আইটি সেবার প্রদর্শনী করছে।
এ গুলোর মধ্যে সেলস অ্যাসিস্ট্যান্ট: সেলস ফোর্স এবং সেলস অর্ডার ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন; পোলট্রি প্রো: পোলট্রি শিল্পের সব কার্যক্রমের পাশাপাশি ভ্যাকসিন সিডিউল মেইনটেন এবং এফসিআর, লেয়ার লাইফ সাইকেল, ব্রয়লার লাইফ সাইকেলসহ বিশেষায়িত সব প্রতিবেদন একটি মোবাইল অ্যাপ থেকে পাওয়া। সুপারকাপ: কাস্টমার/ইনফ্লুয়েনসারকে কোম্পানির প্রতি অনুগত রাখা, দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন, কোম্পানির ব্র্যান্ডিং, প্রমোশনাল অফার ইত্যাদি কার্যক্রম পরিচালনা। এইচআর টেলিস্কোপ: কমপ্লিট এইচআর সলিউশন।
মেলায় দর্শনার্থীরা খুব আগ্রহের সঙ্গে ই–ট্র্যাকারের সেবাগুলো সম্পর্কে জানছে, দেখছে। ইনস্টলেশন খরচের ওপর ৫০ শতাংশ মূল্যছাড়, ওয়ান টাইম সেল–এর ক্ষেত্রে ২৫ শতাংশ মূল্যছাড় এবং প্রথম মাস ফ্রি ইউজের মতো চমৎকার সব অফার আকর্ষণের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ই-ট্র্যাকার সলিউশনের কর্ণধার সাখাওয়াত রনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রি উদ্ভাবনী প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হোক, আইটি সেবা গ্রহণ করে কাজগুলো সহজ করার পাশাপাশি ব্যবসায়ে সাফল্য বয়ে নিয়ে আসুক। তাদের সাফল্যেই এগিয়ে যাবে দেশ। এ ক্ষেত্রে আইটি সেবা গ্রহণে আমাদের পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখা সম্ভব আমরা তার সর্বোচ্চটা দিতে প্রস্তুত আছি।’
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে