Ajker Patrika

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ

ফিচার ডেস্ক
হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ

সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি গ্রুপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শিশুদের যৌন নির্যাতনের ছবি ছড়ানো কিছুতেই থামছে না। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটাকে। তারা জানিয়েছে, বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েই চলেছে।

আইডব্লিউএফ এমন একটি সংস্থা, যা ইন্টারনেট থেকে শিশু নির্যাতন বিষয়বস্তু শনাক্ত এবং অপসারণ করতে সাহায্য করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিশুদের সুরক্ষার জন্য আরও কিছু করা এবং সুরক্ষাব্যবস্থা স্থাপন করার জন্য মেটার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানান, ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট করতে পারেন। সেই ব্যবস্থা অ্যাপটিতে রয়েছে। রিপোর্ট হলে ক্ষতিকর কনটেন্ট শেয়ার করে এমন ব্যবহারকারীদের নিষিদ্ধ করার এখতিয়ার রাখে মেটা কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীতএদিকে আইডব্লিউএফের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড্যান সেক্সটন জানান, এডওয়ার্ডস মামলার পরিপ্রেক্ষিতে অশালীন চিত্র যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করার জন্য মেটা বাছাইয়ের কাজ করছে না। হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র অ্যাপটির বর্তমান নিরাপত্তাব্যবস্থা বিষয়ে বলেছেন, অন্যান্য ম্যাসেজিং অ্যাপে ‘আমাদের তৈরি করা নিরাপত্তাব্যবস্থা নেই’।

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত