অনলাইন ডেস্ক
জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা।
এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে।
মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে।
সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়।
ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।
জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা।
এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে।
মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে।
সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়।
ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে