অনলাইন ডেস্ক
দৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই ১ হাজার হিউম্যানয়েড রোবট তৈরি করে বিশ্বের রোবোটিকস বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করবে চীন।
অ্যাগিবট কোম্পানিটি ঝিউয়ান রোবোটিকস নামেও পরিচিত। কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে রোবটগুলো উৎপাদনের ভিডিও প্রকাশ করা হয়। চীনের অনলাইন সংবাদমাধ্যম জানায়, এই বছরের শেষ পর্যন্ত কোম্পানিটি ১ হাজার ইউনিট রোবট উৎপাদন করবে।
২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন পেং ঝিহুই। তিনি হুয়াওয়ের ‘জিনিয়াস ইউথ’ প্রতিযোগিতার সাবেক অংশগ্রহণকারী। সাংহাই ভিত্তিক স্টার্টআপটি ২০২৩ সালের আগস্টে তার প্রথম হিউম্যানয়েড রোবট মডেল রেইজ এ১ উন্মোচন করে।
গত ১৮ আগস্ট বিভিন্ন কাজের জন্য পাঁচটি নতুন চাকাযুক্ত এবং দ্বিপদী হিউম্যানয়েড রোবট মডেল প্রকাশ করেছে কোম্পানিটি। রোবটগুলো শুধু গৃহস্থালি কাজের জন্য নয় বরং শিল্প বা উৎপাদন খাতের কাজের জন্যও উপযোগী।
সাংহাইয়ের লিংগাং ফেংশিয়ান কারখানাতে উৎপাদন প্রক্রিয়ার ভিডিও শেয়ার করেছে কোম্পানিটি।
গ্লোবাল টাইমস অনুযায়ী, ভিডিওতে রোবট উৎপাদনের বিভিন্ন ধাপ দেখানো হয়েছে। যেমন: উপাদান সাজানো, সমাহার করা, পরীক্ষা, এজিং টেস্ট এবং পারফরম্যান্স মূল্যায়ন।
এছাড়া ‘ডেটা সংগ্রহ কারখানা’ স্থাপন করেছে কোম্পানিটি। এগুলো বাস্তব জগতের বিভিন্ন কাজের ডেটা সংগ্রহ করে। এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে—কাপড় ভাঁজ করা, সংগঠিত করা, পরিষ্কার করা এবং কাপড় ধোয়া।
এ পর্যন্ত ৯৬২ টিরও বেশি হিউম্যানয়েড রোবট উৎপাদন করেছে অ্যাগিবট, যা রোবটিকস খাতে তার ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করছে। ডেটাভিত্তিক প্রশিক্ষণ ও মানবাকৃতির কারণে গৃহস্থালি এবং শিল্পকাজে ব্যবহারযোগ্য হয়ে উঠছে এই রোবটগুলো।
গ্লোবাল টাইমস প্রতিবেদন অনুযায়ী, চিপ তৈরি এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও এনভিডিয়া। অন্যদিকে রোবট বা মেশিনের চলাচল নিয়ন্ত্রণ, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার ক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন।
২০২৩ সালের শেষের দিকে প্রথম বড় হিউম্যানয়েড রোবট কোম্পানি হিসেবে ব্যাপক উৎপাদন শুরু করে চীনের ‘ফুরিয়ে ইন্টেলিজেন্স’। কোম্পানিটির জিআর–১ নামের দ্বিপদী হিউম্যানয়েড রোবটটি ১০০ টিরও বেশি ইউনিট তৈরি করা হয়েছে।
আবার, ২০২৩ সালে ফেব্রুয়ারিতে অ্যাগিবট উন্নত মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের উন্নয়নে মনোযোগ দেয়। কোম্পানিটির প্রধান হিউম্যানয়েড এআই রোবট—ইউয়ানঝেং এ২। রোবটটির উচ্চতা ১৭৫ সেন্টিমিটার এবং ওজন ১২১ পাউন্ড (৫৫ কিলোগ্রাম) এবং এতে আধুনিক এআই সেন্সর ব্যবহার করা হয়েছে।
এ ২ রোবটটি টেক্সট, অডিও এবং ভিজ্যুয়াল তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এবং সুইয়ে সুতা প্রবেশের মতো সূক্ষ্ম কাজও করতে পারে।
টেসলার অপটিমাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে অ্যাগিবট এবং রোবোটিকস বাজারে টেসলাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে।
২০২৩ সালের আগস্টে অ্যাগিবট তার প্রথম হিউম্যানয়েড রোবট ‘রেইজ এ১’ উন্মোচন করে, যা প্রধানত গাড়ি তৈরিতে এবং লজিস্টিকস শিল্পে ব্যবহার করা হবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কোম্পানিটি হিলহাউজ ক্যাপিটাল এবং বিওয়াইডি থেকে বড় অঙ্কের বিনিয়োগ পায়।
রেইজ এ১ এর উচ্চতা–১ দশমিক ৭৫ মিটার ও ওজন–৫৩ কিলোগ্রাম। এটি রান্নার কাজ, পরিষ্কার করা এবং বয়স্কদের দেখাশোনার মতো কাজ করতে পারে। এ ছাড়া, রোবটটি ৮০ কিলোগ্রাম পর্যন্ত মালামাল বহন করতে পারে এবং লাইডার ও আরজিবিডি ক্যামেরার মতো উন্নত সেন্সর দিয়ে কাজ করে। মেঝে ঝাড়ু দেওয়া এবং মোছার মতো কাজ করতে পারে অ্যাগিবটের রোবট ‘সি৫ ’।
দৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই ১ হাজার হিউম্যানয়েড রোবট তৈরি করে বিশ্বের রোবোটিকস বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করবে চীন।
অ্যাগিবট কোম্পানিটি ঝিউয়ান রোবোটিকস নামেও পরিচিত। কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে রোবটগুলো উৎপাদনের ভিডিও প্রকাশ করা হয়। চীনের অনলাইন সংবাদমাধ্যম জানায়, এই বছরের শেষ পর্যন্ত কোম্পানিটি ১ হাজার ইউনিট রোবট উৎপাদন করবে।
২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন পেং ঝিহুই। তিনি হুয়াওয়ের ‘জিনিয়াস ইউথ’ প্রতিযোগিতার সাবেক অংশগ্রহণকারী। সাংহাই ভিত্তিক স্টার্টআপটি ২০২৩ সালের আগস্টে তার প্রথম হিউম্যানয়েড রোবট মডেল রেইজ এ১ উন্মোচন করে।
গত ১৮ আগস্ট বিভিন্ন কাজের জন্য পাঁচটি নতুন চাকাযুক্ত এবং দ্বিপদী হিউম্যানয়েড রোবট মডেল প্রকাশ করেছে কোম্পানিটি। রোবটগুলো শুধু গৃহস্থালি কাজের জন্য নয় বরং শিল্প বা উৎপাদন খাতের কাজের জন্যও উপযোগী।
সাংহাইয়ের লিংগাং ফেংশিয়ান কারখানাতে উৎপাদন প্রক্রিয়ার ভিডিও শেয়ার করেছে কোম্পানিটি।
গ্লোবাল টাইমস অনুযায়ী, ভিডিওতে রোবট উৎপাদনের বিভিন্ন ধাপ দেখানো হয়েছে। যেমন: উপাদান সাজানো, সমাহার করা, পরীক্ষা, এজিং টেস্ট এবং পারফরম্যান্স মূল্যায়ন।
এছাড়া ‘ডেটা সংগ্রহ কারখানা’ স্থাপন করেছে কোম্পানিটি। এগুলো বাস্তব জগতের বিভিন্ন কাজের ডেটা সংগ্রহ করে। এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে—কাপড় ভাঁজ করা, সংগঠিত করা, পরিষ্কার করা এবং কাপড় ধোয়া।
এ পর্যন্ত ৯৬২ টিরও বেশি হিউম্যানয়েড রোবট উৎপাদন করেছে অ্যাগিবট, যা রোবটিকস খাতে তার ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করছে। ডেটাভিত্তিক প্রশিক্ষণ ও মানবাকৃতির কারণে গৃহস্থালি এবং শিল্পকাজে ব্যবহারযোগ্য হয়ে উঠছে এই রোবটগুলো।
গ্লোবাল টাইমস প্রতিবেদন অনুযায়ী, চিপ তৈরি এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও এনভিডিয়া। অন্যদিকে রোবট বা মেশিনের চলাচল নিয়ন্ত্রণ, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার ক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন।
২০২৩ সালের শেষের দিকে প্রথম বড় হিউম্যানয়েড রোবট কোম্পানি হিসেবে ব্যাপক উৎপাদন শুরু করে চীনের ‘ফুরিয়ে ইন্টেলিজেন্স’। কোম্পানিটির জিআর–১ নামের দ্বিপদী হিউম্যানয়েড রোবটটি ১০০ টিরও বেশি ইউনিট তৈরি করা হয়েছে।
আবার, ২০২৩ সালে ফেব্রুয়ারিতে অ্যাগিবট উন্নত মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের উন্নয়নে মনোযোগ দেয়। কোম্পানিটির প্রধান হিউম্যানয়েড এআই রোবট—ইউয়ানঝেং এ২। রোবটটির উচ্চতা ১৭৫ সেন্টিমিটার এবং ওজন ১২১ পাউন্ড (৫৫ কিলোগ্রাম) এবং এতে আধুনিক এআই সেন্সর ব্যবহার করা হয়েছে।
এ ২ রোবটটি টেক্সট, অডিও এবং ভিজ্যুয়াল তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এবং সুইয়ে সুতা প্রবেশের মতো সূক্ষ্ম কাজও করতে পারে।
টেসলার অপটিমাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে অ্যাগিবট এবং রোবোটিকস বাজারে টেসলাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে।
২০২৩ সালের আগস্টে অ্যাগিবট তার প্রথম হিউম্যানয়েড রোবট ‘রেইজ এ১’ উন্মোচন করে, যা প্রধানত গাড়ি তৈরিতে এবং লজিস্টিকস শিল্পে ব্যবহার করা হবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কোম্পানিটি হিলহাউজ ক্যাপিটাল এবং বিওয়াইডি থেকে বড় অঙ্কের বিনিয়োগ পায়।
রেইজ এ১ এর উচ্চতা–১ দশমিক ৭৫ মিটার ও ওজন–৫৩ কিলোগ্রাম। এটি রান্নার কাজ, পরিষ্কার করা এবং বয়স্কদের দেখাশোনার মতো কাজ করতে পারে। এ ছাড়া, রোবটটি ৮০ কিলোগ্রাম পর্যন্ত মালামাল বহন করতে পারে এবং লাইডার ও আরজিবিডি ক্যামেরার মতো উন্নত সেন্সর দিয়ে কাজ করে। মেঝে ঝাড়ু দেওয়া এবং মোছার মতো কাজ করতে পারে অ্যাগিবটের রোবট ‘সি৫ ’।
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
৬ ঘণ্টা আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাফল্যের খাতায় আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন যোগ হয়েছে। মানব বিশেষজ্ঞদের চেয়ে আরও নির্ভুলভাবে স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের হুইস্কির গন্ধের পার্থক্য চিহ্নিত করতে সক্ষম হয়েছে এআই প্রযুক্তি। হুইস্কির অণু গঠনের ডেটার ভিত্তিতে এআই এখন জটিল গন্ধের পার্থক্যও বুঝতে পারে। এআইয়ের...
৯ ঘণ্টা আগে