অনলাইন ডেস্ক
অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে