Ajker Patrika

ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপনার ফোনে ফেসবুক চালু করুন। ছবি: হাও টু গিক
আপনার ফোনে ফেসবুক চালু করুন। ছবি: হাও টু গিক

বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। তবে, অনেক সময় কিছু অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেখানে কাউকে আনফ্রেন্ড বা ব্লক করার প্রয়োজন হয়।

কাউকে আনফ্রেন্ড করলে আপনি ওই ব্যক্তির পোস্ট বা আপডেট দেখতে পারবেন না এবং তাকে আপনার বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিও আপনার পোস্ট দেখতে পারবে না। তবে আপনার পাবলিক করা পোস্টগুলো ওই ব্যক্তি দেখতে পারবে।

এদিকে কাউকে ব্লক করলে, সেই ব্যক্তি আপনার প্রোফাইলও দেখতে পারবে না এবং আপনিও তার পোস্টগুলোও দেখতে পাবেন না। এ ক্ষেত্রে দুজনের প্রোফাইল থাকলেও কেউ কারও পোস্ট দেখতে পারে না।

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড ও বল্ক করার প্রক্রিয়াটি খুবই সহজ একটি প্রক্রিয়া। খুব অল্প সময়েই এগুলো করা যায়।

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করবেন যেভাবে

১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬. মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশনে ট্যাপ করুন।

৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

ফেসবুকে কাউকে ব্লক করবেন যেভাবে

১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬. মেনু থেকে ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।

৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

এভাবে সহজেই কাউকে বল্ক করা যাবে। ব্লক করলে সে ব্যক্তি আপনাকে মেসেজও পাঠাতে পারবে না। তবে শুধু আনফ্রেন্ড করলেও ওই ব্যক্তি আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

এসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক গ্রেপ্তার

হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত