Ajker Patrika

টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক

প্রযুক্তি ডেস্ক
টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক  বাংলালিংক

দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি অর্জন করেছে বাংলালিংক। টানা তৃতীয়বারের মতো এই শীর্ষ স্থান অর্জন করেছে টেলিকম প্রতিষ্ঠানটি। দশমিক ১২ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে বাংলালিংক এ শীর্ষস্থান পেয়েছে। বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ওকলার ‘স্পিডটেস্ট অ্যাপ’ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। বেশ সতর্কতার সঙ্গে এই অ্যাপের সাহায্যে ডেটা সংগ্রহ করে ওকলা। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যবহারকারীর ফল সংগ্রহ করে ওকলা। 

বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য ওকলা বিশেষভাবে সমাদৃত হয়েছে। তাদের ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর দক্ষতা ও যাচাই পদ্ধতির নিরপেক্ষতা প্রশংসিত হয়েছে। 

বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়, বাংলালিংক গ্রাহক প্রতি স্পেক্ট্রামের হিসেবে দেশের বেসরকারি টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকদের ডিজিটাল সেবা দেওয়ার জন্য বাংলালিংক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘টানা তৃতীয়বারের মতো এই সম্মানজনক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি ব্যাপার। এর মাধ্যমে প্রতিফলিত হয় যে, আমরা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত গতির ফোর-জি ইন্টারনেট সেবা দিতে পেরেছি। আরও বেশি সংখ্যক গ্রাহককে ডিজিটাল সুবিধা গ্রহণের সুযোগ দিতে আমরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নকে আরও অগ্রসর করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত