Ajker Patrika

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১০: ৩৬
ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবে 

অপরিচিত কোনো জায়গার দিক নির্দেশনা জানতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। তবে ফোনের ইন্টারনেট সংযোগ না থাকলে সাধারণত গুগল ম্যাপস ব্যবহার করা যায় না। কিন্তু প্ল্যাটফরমটির অফলাইন ফিচার ব্যবহার করেই ইন্টারনেট সংযোগ ছাড়াই ম্যাপ দেখা যায়। 

অফলাইন ফিচার ব্যবহার করার জন্য আগে থেকেই ম্যাপ ডাউনলোড করে রাখতে হয়। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। অ্যান্ড্রয়েড ও আইফোন একই প্রক্রিয়ায় ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। 

অফলাইন ম্যাপস ডাউনলোড করবেন যেভাবে 
গুগল ম্যাপসে অফলাইন ম্যাপস ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ম্যাপস চালু করুন এবং যেকোনো জায়গার নাম সার্চ করুন। 
২. নিচের মেনুটি টেনে ওপরে উঠিয়ে নিন, যেন এটি পুরো স্ক্রিন জুড়ে থাকে। 
৩. এরপর ওপরের দিকে ‘ডাইরেকশন’, ‘স্টার্ট’-এর মতো কিছু ট্যাব দেখা যাবে। ট্যাবগুলো ডান পাশে স্ক্রল করে তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে আরেকটি ছোট মেনু চালু হবে। 
৪. মেনু থেকে ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ অপশন নির্বাচন করুন। 
৫. কতটুকু জায়গার ম্যাপ সেভ করতে চান, তার জন্য স্ক্রিন জুম ইন বা আউট করুন। অর্থাৎ, দুই আঙুল দিয়ে ম্যাপটি ছোট ও বড় করে ডাউনলোড করার অংশ নির্বাচন করুন। 
৬. এরপর ডান পাশের নিচের দিকে ‘ডাউনলোড’ করুন। ব্যাকগ্রাউন্ডে ম্যাপ ডাউনলোড হতে থাকবে। 
এভাবে ম্যাপ ডাউনলোড হয়ে গেলে ইন্টারনেট ছাড়াই এটি দেখতে পারবেন। 

অফলাইনে ম্যাপ দেখবেন যেভাবে 
১. গুগল ম্যাপস চালু করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
২. মেনু থেকে অফলাইন ম্যাপস অপশনে ট্যাপ করুন। 
৩. এরপর যে ম্যাপ ব্যবহার করতে চান, সেটি নির্বাচন করুন। 
৪. এখন প্রিভিউ উইন্ডোতে ট্যাপ করলে ডাউনলোড করা ম্যাপটি দেখতে পারবেন। 

অফলাইন ম্যাপ আপডেট করবেন যেভাবে 
ইন্টারনেটের সঙ্গে সংযোগ না থাকলে ও অফলাইন ম্যাপ আপডেট না করলে এক বছর ম্যাপটি আর দেখা যাবে না। তাই অফলাইন ম্যাপস ব্যবহার করতে চাইলে এটি আপডেট করতে হবে। অফলাইন ম্যাপ আপডেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. গুগল ম্যাপস চালু করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
২. এরপর মেনু থেকে অফলাইন ম্যাপস অপশনে ট্যাপ করুন। 
৩. যে ম্যাপটি আপডেট করতে চান, সেটির বাঁ পাশের তিন ডট আইকোনে ট্যাপ করুন। 
৪. আরেকটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে আপডেট অপশনে ট্যাপ করুন। 

ফলে অফলাইন ম্যাপটি আপডেট হবে। তবে আপডেট করার জন্য অবশ্যই ফোনের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত