অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১০ মিনিট আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগে