Ajker Patrika

উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র‍্যাম আছে দেখবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৩: ০৫
উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র‍্যাম আছে দেখবেন যেভাবে 

কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র‍্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র‍্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র‍্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র‍্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার। 

উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র‍্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়। 

উইন্ডোজ র‍্যামের তথ্য বের করবেন যেভাবে 
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র‍্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—

প্রথম পদ্ধতি 
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে। 
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে। 
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র‍্যামের তথ্যও দেখানো হবে। অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র‍্যামের তথ্যও দেখানো হবে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস 

দ্বিতীয় পদ্ধতি 
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন। 
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন। 
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে। 
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন। 
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র‍্যামের তথ্যও দেখানো হবে। 

ম্যাকওএসে র‍্যামের তথ্য বের করবেন যেভাবে 
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র‍্যাম আছে তা দেখানো হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র‍্যাম আছে তা দেখানো হবে

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত