Ajker Patrika

আসছে উইন্ডোজ ১১-এর ৭ নতুন ফিচার

ফিচার ডেস্ক
আসছে উইন্ডোজ ১১-এর ৭ নতুন ফিচার

মাইক্রোসফট তার ব্যবহারকারীদের আরও স্মার্ট সুবিধা দিতে নিয়ে আসছে উইন্ডোজ ১১-এর নতুন সংস্করণ। এ বছরের এপ্রিল মাসের মধ্যে আসা সেই সংস্করণে থাকবে ৭টি নতুন ফিচার। যেগুলো ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দেবে।

স্টার্ট মেনু হবে আরও স্মার্ট

স্টার্ট মেনুতে নতুন দুটি লে-আউট যোগ হবে। প্রথমটিতে অ্যাপগুলো ক্যাটাগরি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকবে, যেমনটি দেখা যায় আইফোন বা আইপ্যাডে। দ্বিতীয় অপশনে অ্যাপের তালিকা আগের মতোই থাকবে। পছন্দ অনুযায়ী যেকোনো একটি স্টাইল বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

ফাইল শেয়ারিং হবে আরও সহজ

এখন থেকে ফাইল শেয়ার করা হবে আরও সহজ। কোনো ফাইল সিলেক্ট করলে স্ক্রিনের ওপরের দিকে একটি ছোট নির্দেশনা দেখা যাবে। এর মাধ্যমে আপনি ফাইলটি সরাসরি বিভিন্ন অ্যাপ বা প্রোগ্রামে পাঠাতে পারবেন। এর ফলে ফাইল শেয়ার করার প্রক্রিয়া হবে দ্রুত এবং আরও সুবিধাজনক।

টাস্কবারে ছোট আইকন, বেশি সুবিধা

টাস্কবারে অ্যাপের আইকনের সাইজ কমানো যাবে; বিশেষ করে ছোট স্ক্রিনের ল্যাপটপে এটি কাজে লাগবে একসঙ্গে বেশি অ্যাপ দেখানোর ক্ষেত্রে। ডিফল্টভাবে টাস্কবারে ভর্তি হলেই আইকনগুলো ছোট হয়ে যাবে।

ব্যাটারি স্ট্যাটাস জানাবে রং বদলে

ব্যাটারি আইকনে নতুন রঙের ইন্ডিকেটর যোগ হচ্ছে। সবুজ রঙের অর্থ ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। পাওয়ার সেভিং মোড চালুর সময় দেখাবে লাল। এ ছাড়া টাস্কবারে ব্যাটারির শতাংশ দেখা যাবে।

ইমোজি প্যানেল এখন টাস্কবারেই

ইমোজি ব্যবহার করতে হলে আগে উইন্ডোজ বাটন + (.) চাপতে হতো। এখন থেকে টাস্কবারে থাকবে আলাদা বাটন। টাইপ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে, তবে চাইলে বাটনটি স্থায়ীভাবে শো বা হাইডও করা যাবে।

কাজ আরও সহজ হবে এআই প্রযুক্তিতে

উইন্ডোজ ১১-এ যোগ হচ্ছে তিনটি এআই ফিচার। সেগুলো মূলত রিকল ফিচার। ধরুন, আপনি গত মাসের এক্সেল ফাইল খুঁজছেন। এখন থেকে সেটা সহজে খুঁজে পাবেন এআইয়ের মাধ্যমে। দ্বিতীয় ফিচারটির নাম ক্লিক টু ডু। স্ক্রিনে যা দেখা যায় তার ভিত্তিতে এআই পরামর্শ করবে এখন কী করা উচিত। যেমন একটি মেইল এলে তার কাজ হবে উত্তর দেওয়া। এ ছাড়া থাকছে সার্চ এআই ফিচার। যার কাজ আপনি যা চাইছেন, সেটি লেখামাত্রই খুঁজে দেওয়া। উইন্ডোজ ১১ নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাজ আরও সহজে করতে পারবেন।

ভয়েস টাইপিং টুল

কথা বললেই টাইপ হয়ে যাবে! উইন্ডোজ ১১-তে এমন একটি নতুন ভয়েস টাইপিং টুল যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী কি-বোর্ডের পরিবর্তে ভয়েসের মাধ্যমে টাইপ করতে পারবেন। উইন্ডোজ‍+এইচ (Win + H) চাপলে ভয়েস ইনপুট চালু হবে এবং ব্যবহারকারী যা বলবেন, তা স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।

সূত্র: পিসি ওয়ার্ল্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত