Ajker Patrika

টেলিগ্রামে এবার এআই ফিচার

ফিচার ডেস্ক
টেলিগ্রামে এবার এআই ফিচার

সামাজি­ক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম এবার হাত মেলাল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে। এখন থেকে মাইক্রোসফটের নতুন এআই ফিচার কো-পাইলট সুবিধা মিলবে টেলিগ্রামে। এর ফলে ঠিক অন্য ব্যবহারকারীর সঙ্গে মেসেজিং অ্যাপে যেভাবে কথা বলা হয়, সেভাবেই এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে। এখন মাইক্রোসফট কো-পাইলট টেলিগ্রামের বেটা ভার্সনে রয়েছে। শিগগির টেলিগ্রামের সব ব্যবহারকারী এ ফিচারের সুবিধা পাবে। 

কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মেটা এআই চ্যাটবট যোগ করার সিদ্ধান্ত নেন মার্ক জাকারবার্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চ্যাটবটের সুবিধা নিতে এখন আর বাড়তি কোনো পোর্টাল বা অ্যাপে যেতে হবে না। হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে সেই সুবিধা। এবার টেলিগ্রাম ব্যবহারকারীদেরও এআই ব্যবহারের সুবিধা যোগ করছে মাইক্রোসফট। এ জন্য টেলিগ্রামে কো-পাইলট সার্চ করতে হবে। তারপর যে রেজাল্ট আসবে, সেখানে ক্লিক করে বিভিন্ন মেসেজ করা যাবে। তবে আপাতত ৩০টি মেসেজের লিমিট পাওয়া যাবে।

কো-পাইলট যেভাবে ব্যবহার করা যাবে

  • টেলিগ্রাম অ্যাপ ওপেন করুন।  
  • তারপর সার্চ বক্সে গিয়ে সার্চ করুন কো-পাইলট বা কো-পাইলট অফিশিয়াল বট।
  • সঠিক চ্যাটবটে ক্লিক করেছেন কি না নিশ্চিত করুন।
  • এ ক্ষেত্রে পাশে একটি ব্লু ব্যাজও দেখতে পাওয়া যাবে।
  • এবার ব্যবহারকারীকে মোবাইল ফোন নম্বর দিতে হবে।
  • তারপর ব্যবহারকারী ভেরিফাই করলেই চালু হয়ে যাবে কো-পাইলট।
    সূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত