অনলাইন ডেস্ক
কোয়ালকমের এর সঙ্গে একটি আর্কিটেকচারাল লাইসেন্স চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এআরএম হোল্ডিংস। এর ফলে চিপ তৈরিতে এআরএমের ডিজাইন বা নকশা ব্যবহার করতে পারবেন না কোয়ালকম। দুই কোম্পানির মধ্যে চলমান আইনগত লড়াইয়ের কারণে এটি ঘটছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
এ খবরে গত বুধবার কোয়ালকমের শেয়ার প্রায় ৪ শতাংশ এবং এআরএমের শেয়ার প্রায় ৬ দশমিক ৬ শতাংশ কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, চুক্তিটি বাতিল করার জন্য কোয়ালকমকে ৬০ দিনের নোটিশ দিয়েছে এআরএম। এই চুক্তি কোয়ালকমকে এআরএমের কম্পিউটিং আর্কিটেকচারভিত্তিক চিপ ডিজাইন ব্যবহারের অনুমতি দেয়।
বিষয়টি নিয়ে সর্বপ্রথম একটি প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ।
যুক্তরাজ্যভিত্তিক এআরএমের বেশির ভাগ শেয়ার জাপানের সফটব্যাংক গ্রুপের অধিকারে। ২০২২ সালে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে এআরএম। কারণ আরেক চিপ ডিজাইন কোম্পানি নুভিয়াকে অধিগ্রহণের পর একটি নতুন লাইসেন্স চুক্তি করতে এআরএমের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয় কোয়ালকম।
এর আগে এআরএম বলে, মাইক্রোসফটের কোপাইলট মডেল ও ল্যাপটপের চিপ ডিজাইনে নুভিয়ার প্রযুক্তি ব্যবহার করে করেছে কোয়ালকম। তাই কোম্পানিটি এআরএমের শর্ত লঙ্ঘন করেছে। আর এসব চিপের লাইসেন্স বাতিল করেছে এআরএম।
এর বিপরীতে কোয়ালকমের মুখপাত্র বলেছে, দীর্ঘকালীন অংশীদারকে দুর্বল করার জন্য, কোম্পানির উন্নত মানের সিপিইউ–এর কার্যক্রমে বিঘ্ন ঘটানোর জন্য এবং আর্কিটেকচারাল লাইসেন্সের অধীনে রাজস্ব হার বৃদ্ধি করার জন্য এসব ভিত্তিহীন হুমকি দিচ্ছে এরআরএম।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে মামলার শুনানি হবে। তাই সময় ঘনিয়ে আসায় আইনি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর জন্য এআরএমের মরিয়া পরিকল্পনা বলে মনে হচ্ছে। চুক্তিটি বাতিল করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
কোয়ালকম বলছে, এআরএম যে ব্যবস্থা নিচ্ছে তা অ্যান্টিকম্পেটিটিভ বা প্রতিযোগিতায় অসৎ আচরণ। এই ধরনের আচরণ সহ্য করবে না কোয়ালকম।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ফেডারেল আদালতে দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে এই আইনি লড়াই শুরু হতে যাচ্ছে। এআরএম মামলায় জয়ী হলে কোয়ালকম এবং মাইক্রোসফটসহ তার প্রায় ২০টি অংশীদার নতুন ল্যাপটপের চালান বন্ধ করতে বাধ্য হবে। সাম্প্রতিক বছরগুলোতে কোয়ালকমের অন্যতম বড় কৌশলগত অধিগ্রহণের চুক্তি শেষ হয়ে যেতে পারে।
এক ইমেইল বিবৃতিতে এআরএম বলেছে, কোয়ালকম বার বার লাইসেন্স চুক্তি লঙ্ঘন করায় অফিশিয়াল পদক্ষেপ নেওয়ার ছাড়া কোনো উপায় ছিল না এর এআরএমের কাছে। কোয়ালকমকে এই ভুল সংশোধন করতে হবে বা চুক্তিটি বাতিলের সম্মুখীন হতে হবে।
কোম্পানিটি আরও বলছে, ডিসেম্বর মাসে মামলার জন্য পুরোপুরি প্রস্তুত এআরএম এবং আদালত এরআরএমের পক্ষে রায় দেবে বলে কোম্পানিটি আত্মবিশ্বাসী।
তবে মামলার রায়ের আগেই কোম্পানি দুটি একটি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন কিছু বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকেরা।
ব্রিটিশ বিনিয়োগ কোম্পানি ‘এজি বেল’–এর বিনিয়োগ পরিচালক রাস মোল্ডের বলেন, ‘যদি ৬০ দিনের বাতিলের নোটিশ কার্যকর হয়, তবে কোয়ালকম পণ্য বিক্রির ক্ষেত্রে গুরুতরভাবে সীমাবদ্ধ হতে পারে, কারণ তাদের চিপসেটগুলোর জন্য এরআরএমের চিপসেটগুলোর গুরুত্ব অপরিসীম।’
কোয়ালকমের এর সঙ্গে একটি আর্কিটেকচারাল লাইসেন্স চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এআরএম হোল্ডিংস। এর ফলে চিপ তৈরিতে এআরএমের ডিজাইন বা নকশা ব্যবহার করতে পারবেন না কোয়ালকম। দুই কোম্পানির মধ্যে চলমান আইনগত লড়াইয়ের কারণে এটি ঘটছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
এ খবরে গত বুধবার কোয়ালকমের শেয়ার প্রায় ৪ শতাংশ এবং এআরএমের শেয়ার প্রায় ৬ দশমিক ৬ শতাংশ কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, চুক্তিটি বাতিল করার জন্য কোয়ালকমকে ৬০ দিনের নোটিশ দিয়েছে এআরএম। এই চুক্তি কোয়ালকমকে এআরএমের কম্পিউটিং আর্কিটেকচারভিত্তিক চিপ ডিজাইন ব্যবহারের অনুমতি দেয়।
বিষয়টি নিয়ে সর্বপ্রথম একটি প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ।
যুক্তরাজ্যভিত্তিক এআরএমের বেশির ভাগ শেয়ার জাপানের সফটব্যাংক গ্রুপের অধিকারে। ২০২২ সালে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে এআরএম। কারণ আরেক চিপ ডিজাইন কোম্পানি নুভিয়াকে অধিগ্রহণের পর একটি নতুন লাইসেন্স চুক্তি করতে এআরএমের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয় কোয়ালকম।
এর আগে এআরএম বলে, মাইক্রোসফটের কোপাইলট মডেল ও ল্যাপটপের চিপ ডিজাইনে নুভিয়ার প্রযুক্তি ব্যবহার করে করেছে কোয়ালকম। তাই কোম্পানিটি এআরএমের শর্ত লঙ্ঘন করেছে। আর এসব চিপের লাইসেন্স বাতিল করেছে এআরএম।
এর বিপরীতে কোয়ালকমের মুখপাত্র বলেছে, দীর্ঘকালীন অংশীদারকে দুর্বল করার জন্য, কোম্পানির উন্নত মানের সিপিইউ–এর কার্যক্রমে বিঘ্ন ঘটানোর জন্য এবং আর্কিটেকচারাল লাইসেন্সের অধীনে রাজস্ব হার বৃদ্ধি করার জন্য এসব ভিত্তিহীন হুমকি দিচ্ছে এরআরএম।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে মামলার শুনানি হবে। তাই সময় ঘনিয়ে আসায় আইনি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর জন্য এআরএমের মরিয়া পরিকল্পনা বলে মনে হচ্ছে। চুক্তিটি বাতিল করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
কোয়ালকম বলছে, এআরএম যে ব্যবস্থা নিচ্ছে তা অ্যান্টিকম্পেটিটিভ বা প্রতিযোগিতায় অসৎ আচরণ। এই ধরনের আচরণ সহ্য করবে না কোয়ালকম।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ফেডারেল আদালতে দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে এই আইনি লড়াই শুরু হতে যাচ্ছে। এআরএম মামলায় জয়ী হলে কোয়ালকম এবং মাইক্রোসফটসহ তার প্রায় ২০টি অংশীদার নতুন ল্যাপটপের চালান বন্ধ করতে বাধ্য হবে। সাম্প্রতিক বছরগুলোতে কোয়ালকমের অন্যতম বড় কৌশলগত অধিগ্রহণের চুক্তি শেষ হয়ে যেতে পারে।
এক ইমেইল বিবৃতিতে এআরএম বলেছে, কোয়ালকম বার বার লাইসেন্স চুক্তি লঙ্ঘন করায় অফিশিয়াল পদক্ষেপ নেওয়ার ছাড়া কোনো উপায় ছিল না এর এআরএমের কাছে। কোয়ালকমকে এই ভুল সংশোধন করতে হবে বা চুক্তিটি বাতিলের সম্মুখীন হতে হবে।
কোম্পানিটি আরও বলছে, ডিসেম্বর মাসে মামলার জন্য পুরোপুরি প্রস্তুত এআরএম এবং আদালত এরআরএমের পক্ষে রায় দেবে বলে কোম্পানিটি আত্মবিশ্বাসী।
তবে মামলার রায়ের আগেই কোম্পানি দুটি একটি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন কিছু বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকেরা।
ব্রিটিশ বিনিয়োগ কোম্পানি ‘এজি বেল’–এর বিনিয়োগ পরিচালক রাস মোল্ডের বলেন, ‘যদি ৬০ দিনের বাতিলের নোটিশ কার্যকর হয়, তবে কোয়ালকম পণ্য বিক্রির ক্ষেত্রে গুরুতরভাবে সীমাবদ্ধ হতে পারে, কারণ তাদের চিপসেটগুলোর জন্য এরআরএমের চিপসেটগুলোর গুরুত্ব অপরিসীম।’
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে